মুম্বই: বছরকয়েক আগে ক্যানসারে হারিয়েছেন বাবা অশোক চোপড়াকে। কিন্তু মা বাবার বিবাহবার্ষিকীতে দুজনের পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রিয়ঙ্কা চোপড়া। তাঁদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন,


বাবার ভীষণ ঘনিষ্ঠ ছিলেন প্রিয়ঙ্কা। এখনও তাঁর হাতে ট্যাটু আঁকা, ড্যাডিজ লিটল গার্ল। বাবার মৃত্যুর পর কেরিয়ার আর মা মধু চোপড়াকে ঘিরেই তাঁর জীবন চলছে।