মুম্বই: মারা গেলেন বলিউড অভিনেতা সীতারাম পাঞ্চাল। কিডনি ও ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪।

১৯৯৪-এ ‘ব্যান্ডিট কুইন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর ‘পিপলি লাইভ’, ‘স্ল্যামডগ মিলিওনিয়ার’, ‘পান সিংহ তোমর’, ‘জলি এলএলবি ২’-র মতো সিনেমায় অভিনয় করেছেন সীতারাম। আজ সকালে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

গত বুধবারই স্ত্রী ঊমা ও ছেলে ঋসভের সঙ্গে ২৬ তম বিবাহবার্ষিকী উদযাপন পালন করেন সীতারাম। ঋসভ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবা-মাকে শুভেচ্ছা জানান।

গত মাসে সীতারাম সোশ্যাল মিডিয়ায় ক্যানসারের চিকিত্সার জন্য আর্থিক সাহায্য চেয়ে একটি পোস্ট করেছিলেন।

সিনে ও টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন তাঁর সাহায্যার্থে এগিয়ে এসেছিল।

গতমাসেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।