মুম্বই: আমাদের দেশে একজন কতটা ভাল ইংরাজি বলতে পারে, তার ভিত্তিতেই মানুষকে বিচার করা হয়। যে ভাল ইংরাজি বলতে পারে না, তাকে বিদ্রুপের শিকার হতে হয়। এটা দুঃখজনক ঘটনা। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এমনই বললেন অভিনেতা অর্জুন কপূর।
১৯ মে মুক্তি পাবে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’। তার আগে হিন্দির পক্ষে সওয়াল করেছেন অর্জুন। তাঁর দাবি, ‘ভারতে কেউ স্মার্ট হওয়া সত্ত্বেও যদি ইংরাজি বুঝতে না পারে, তাহলে তাকে গুরুত্ব দেওয়া হয় না। ইংরাজি বলতে না পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্যভাবে দেখা হয়। এটাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। হিন্দি বুঝতে পারলেও অনেকে ইংরাজি বলে।’
অর্জুন আরও বলেছেন, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা ইংরাজি খুব ভাল বলতে পারে। কিন্তু হিন্দিতে তাদের তিনটি প্রশ্ন করলেই সমস্যায় পড়ে যায়। অনেক অভিনেতারও একই সমস্যা আছে। তবে ঠাকুর্দা-ঠাকুমার জন্য তিনি হিন্দি ভালভাবে শিখতে পেরেছেন। ফলে কোনওরকম সমস্যা হয় না। এই অভিনেতার মতে, ভারতের সবারই হিন্দি বোঝা উচিত। একজন যে ভাষাতেই কথা বলুক না কেন, সেটা অন্যদের স্পষ্টভাবে বোঝানো উচিত।
ভারতে ইংরাজি বলতে না পারলে বিদ্রুপের শিকার হতে হয়, বলছেন অর্জুন কপূর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Apr 2017 04:06 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -