মুম্বই: কলকাতা নাইট রাইডার্সের বোলাররা শেষদিকে যেভাবে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের রান উপহার দিয়েছেন, তাতে অখুশি মণীশ পাণ্ডে। তাঁর মতে, পরপর দুটি ম্যাচে ডেথ ওভারে বোলিং ভাল হয়নি। এক্ষেত্রে তাঁদের উন্নতি করতে হবে।

গতকাল মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ৪৭ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন পাণ্ডে। তাঁর এই ইনিংসের সুবাদেই বড় রান করে কেকেআর। ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। শেষ ৫ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬৪ রান। কিন্তু সেই রান করে জিতে যায় রোহিত শর্মার দল। নীতীশ রানা ও হার্দিক পাণ্ড্যর ঝোড়ো ব্যাটিংয়ে পাণ্ডের অসাধারণ ইনিংস ম্লান হয়ে যায়।

নিজে ভাল খেলার পরেও দল হেরে যাওয়ায় হতাশ পাণ্ডে। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচেও ডেথ ওভারে আমাদের বোলিং ভাল হয়নি। আমি ভেবেছিলাম উন্নতি হবে। কিন্তু পরপর দুটি ম্যাচে আমরা একই ভুল করলাম। আমাদের এ বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে। আমরা ম্যাচটা জিততে পারতাম। হার্দিক (পাণ্ড্য) ও (নীতীশ) রানা খুব ভাল খেলেছে। আমরা আরও একটু পরিকল্পনা করে বল করতে পারতাম।’

নিজের ইনিংস নিয়ে সন্তুষ্ট পাণ্ডে। তিনি বলেছেন, এক একটি ওভার ধরে ১৯ ওভার পর্যন্ত ক্রিজে থেকে ফিনিশারের ভূমিকা পালন করাই তাঁর উদ্দেশ্য ছিল। দলের হারের জন্য ডেথ ওভারে খারাপ বোলিংয়ের পাশাপাশি শিশিরকেও দায়ী করেছেন পাণ্ডে।

গতকাল ম্যাচে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের পায়ে টান ধরে। তবে তিনি পরের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী পাণ্ডে। যদিও বিস্ফোরক ওপেনার ক্রিস লিনের কাঁধের চোটের বিষয়ে আশার কথা শোনাতে পারেননি পাণ্ডে। তিনি জানিয়েছেন, এখনও চোটের জায়গায় বরফ লাগাচ্ছেন লিন। তাঁর চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।