নয়াদিল্লি:  বিদেশে গিয়ে যখন ‘ধর্ষণের দেশ ভারত’ জাতীয় কথা শুনতে হয়, তখন ভীষণই খারাপ লাগে। এমনটাই জানালেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।


এদিন অমিতাভ জানান, ভারতকে প্রথম সারির রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশবাসীকে আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন তিনি। অভিনেতা বলেন, এটা অত্যন্ত বিব্রতের যখন আমরা বিদেশে যাই, আর সেখানকার মানুষ বলেন, ওহ আপনি ধর্ষণের দেশ ভারত থেকে এসেছেন..।

বিগ বি যোগ করেন, আমি চাই এটা (অপবাদ) ঘুচুক। আমি চাই না লোকে আমাদের তৃতীয় বিশ্বের দেশ বা উন্নয়নশীল দেশ বলুক। ভারতকে উন্নীত রাষ্ট্রে এবং প্রথম বিশ্বের রাষ্ট্রে পরিণত করতে দেশবাসীকে আরও কাজ করতে হবে।

অমিতাভের মতে, দেশের প্রতিটা কোনা মহিলাদের জন্য নিরাপদ হতে হবে। তিনি বলেন, আমি এটা বলতে চাই না, দিল্লির চেয়ে মুম্বই বেশি নিরাপদ বা উল্টো-টা। আমরা একটা দেশ। আর এদেশের যে কোনও প্রান্তে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার ডাক দেন তিনি।

শুধু মহিলা নিরাপত্তাই নয়, এদিন লিঙ্গ-বৈষম্য নিয়েও সোচ্চার ছিলেন তিনি। যৌনতার প্রশ্নে মহিলাদের যে বৈষম্যের স্বীকার হতে হয় এদিন তা স্বীকার করে নিয়ে অমিতাভ বলেন, মহিলাদের সতীত্ব নিয়ে প্রশ্ন তোলা হলে পুরুষদের ক্ষেত্রেও একই প্রশ্ন করা উচিত। এখানে কোনও বৈষম্য থাকা বাঞ্ছনীয় নয়।