মুম্বই: ভাল ইংরেজি বলতে পারতেন না। সাজগোজের স্টাইলও আদ্যিকালের। এই নিয়ে তাঁকে হেয় করার কম চেষ্টা করেনি বলিউড। কিন্তু তিনি এক মুহূর্তের জন্যও দুর্বল হননি। বরং প্রতিকূলতার মধ্যেই গড়েপিটে নিয়েছেন নিজস্ব স্বাতন্ত্র্য। বললেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের ‘কুইন’ জানিয়েছেন, হিন্দি ছবিতে আসার পর প্রথম দিকে তাঁকে প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। কিন্তু নিজের জোরে সব সমস্যা কাটিয়ে ওঠেন তিনি। হিমাচল প্রদেশের ছোট শহরের মেয়ে হয়ে বলিউডে ঈর্ষণীয় কেরিয়ার গড়ে তোলা কঙ্গনা জানিয়েছেন, তাঁর ইংরেজি না বলতে পারা, শহর থেকে দূরে মানুষ হওয়া, পোশাক আশাকের কায়দা ঠিকমত না জানার জন্য মুম্বইতে লোকে তাঁর নামে খারাপ কথা বলত। কিন্তু সে জন্য কখনও ভেঙে পড়েননি তিনি। কারণ নিজের জন্মগত অস্তিত্ব নিয়ে লজ্জার কোনও কারণ তিনি খুঁজে পাননি। আত্মসম্মানবোধ খণ্ডিত হয়নি কখনও। বরং চেষ্টা করেছেন নিজস্বতা তৈরি করতে। কঙ্গনার কথায়, এমনকী এখনও যখন তিনি কোনও ছবিতে কাজ করেন, লোকে তাঁর সম্পর্কে ভাবে, ‘হালকাপলকা সুন্দর মেয়ে’। কিন্তু কাজ এগনোর সঙ্গে সঙ্গে এই ধারণা উবে যায়। তাঁর মতে, সমানাধিকারের জন্য মেয়েদের নিজেদের ওপর বিশ্বাস রাখা জরুরি। আজ তিনি গর্বের সঙ্গে বলতে পারেন, ছবি শুরু করার দিনপাঁচেকের মধ্যেই তাঁর সঙ্গে সেটের অন্য কারও কোনও তফাত রাখা হয় না। মেয়েরা যে এগিয়ে এসে নিজেদের কথা নিজেরা জোরের সঙ্গে বলছে, তা স্বাগত জানিয়েছেন তিনি।