মুম্বই: মজার মোড়কে ভূতের গল্প! মুক্তির অপেক্ষায় এক্সেল এন্টারটেনমেন্টের (Excel Entertainment) 'ফোন ভূত' (Phone Bhoot)। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ইশান খট্টর (Ishaan Khatter), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) অভিনীত ফোন ভূত (Phone Bhoot)।
গতকালই মুক্তি পেয়েছিল ফোন ভূত-এর প্রথম গান 'কিন্না সোনা' (Kinna Sona)-র টিজার। প্রসঙ্গত, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই গানটি মিডিয়া ও উপস্থিত অনুরাগীদের সারপ্রাইজ হিসেবে দেখানো হয়েছিল কেবল।
তনিষ্ক বাগচীর লেখা ও তৈরি, জারা-তনিষ্কের গাওয়া এই গানটি একটি বেশ অন্য ধারার প্রেক্ষাপটে শ্যুট করা হয়েছে। টকটকে লাল পোশাকে নজর কাড়ছেন অভিনেত্রী। ক্যাটরিনার পর্দায় লাস্যময়ী উপস্থিতি আরও দর্শককে আকৃষ্ট করবে বলাই বাহুল্য।
ছবির ট্রেলার যেদিন মুক্তি পায়, সেদিন তা ইউটিউবে এক নম্বরে ট্রেন্ডিং ছিল। মাত্র ২৪ ঘণ্টায় তার ভিউজ ছাড়ায় ৩০ মিলিয়ন। ১০ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ট্রেলারে দেখা যায় ক্যাটরিনা রয়েছেন ভূতের চরিত্রে। তাঁর সঙ্গে দুই 'ভূত বাস্টার' অর্থাৎ যাঁরা ভূত ধরে এমন মানুষের আলাপ হয়। এই চরিত্রে অবশ্যই সিদ্ধান্ত ও ইশান। এই তিনজন একসঙ্গে ব্যবসা শুরু করেন, যার থেকে একের পর এক সাংঘাতিক, মজার, কৌতুকে ভরা ঘটনা ঘটতে থাকে।
সোশ্যাল মিডিয়ায় আজ এই গানটি শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা।