নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় এক্সেল এন্টারটেনমেন্টের (Excel Entertainment) 'ফোন ভূত' (Phone Bhoot)। অভিনয়ে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ইশান খট্টর (Ishaan Khatter), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)। হরর-কমেডি ঘরানার এই ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শকদের। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গানের টিজার। নয়া অবতারে দেখা মিলল ক্যাটের।


প্রকাশ্যে 'কিন্না সোনা'র টিজার


দর্শকদের উৎসাহ বাড়িয়ে এবার প্রকাশ্যে এল 'কিন্না সোনা' (Kinna Sona) গানের টিজার। গানের দৃশ্যায়ন বেশ সাড়া ফেলেছে। প্রসঙ্গত, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই গানটি মিডিয়া ও উপস্থিত অনুরাগীদের সারপ্রাইজ হিসেবে দেখানো হয়েছিল কেবল।


তনিষ্ক বাগচীর লেখা ও তৈরি, জারা-তনিষ্কের গাওয়া এই গানটি একটি বেশ অন্য ধারার প্রেক্ষাপটে শ্যুট করা হয়েছে। টকটকে লাল পোশাকে নজর কাড়ছেন অভিনেত্রী। ক্যাটরিনার পর্দায় লাস্যময়ী উপস্থিতি আরও দর্শককে আকৃষ্ট করবে বলাই বাহুল্য।


 






ছবির ট্রেলার যেদিন মুক্তি পায়, সেদিন তা ইউটিউবে এক নম্বরে ট্রেন্ডিং ছিল। মাত্র ২৪ ঘণ্টায় তার ভিউজ ছাড়ায় ৩০ মিলিয়ন। ১০ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ট্রেলারে দেখা যায় ক্যাটরিনা রয়েছেন ভূতের চরিত্রে। তাঁর সঙ্গে দুই 'ভূত বাস্টার' অর্থাৎ যাঁরা ভূত ধরে এমন মানুষের আলাপ হয়। এই চরিত্রে অবশ্যই সিদ্ধান্ত ও ইশান। এই তিনজন একসঙ্গে ব্যবসা শুরু করেন, যার থেকে একের পর এক সাংঘাতিক, মজার, কৌতুকে ভরা ঘটনা ঘটতে থাকে।


 



ট্রেলারে 'আত্মা রাম' জ্যাকি শ্রফের দেখা মেলে। এছাড়া ট্রেলার জুড়ে, 'হকিকত', 'গালি বয়', 'কোই মিল গয়া'র মতো একাধিক জনপ্রিয় হিন্দি ছবির প্রসঙ্গ রয়েছে। ট্রেলারের শেষ দৃশ্যে শিবা চড্ডার সঙ্গে হিন্দিতে কথা বলা নিয়ে বাক্যালাপে মজাও করতে দেখা যায় ক্যাটরিনাকে। প্রসঙ্গত, ক্যাটরিনার হিন্দি উচ্চারণ নিয়ে বলিউডে বেশ ভালই কথা হয়।


আরও পড়ুন: Siddharth Kiara: এপ্রিলেই শুভদিন! 'দিলওয়ালো কি দিল্লি'-তে বসবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর?


গুরমিত সিংহ পরিচালিত, রবি শঙ্করণ ও জসবিন্দর সিংহ বাথের লেখা, 'ফোন ভূত' মুক্তি পাবে ৪ নভেম্বর, ২০২২।