পটনা: পুলিশের বাসের নিচে চাপা পড়লেন দুই মোটর সাইকেল আরোহী (Motorbike)। বাসের নিচে আটকে জীবন্ত পুড়ে মারা গেলেন মোটর সাইকেলের চালক (Man Burnt to Death)।  টেনে হিঁচড়ে তাঁকে বেশ খানিক দূর নিয়েও গেল ওই বাস (Police Bus)। কিন্তু সব দেখেও সাহায্য করতে এগিয়ে এলেন না কোনও পুলিশকর্মী। বরং তফাতে দাঁড়িয়ে, নীরব দর্শক হয় দগ্ধে শেষ হতে দেখলেন ওই ব্যক্তিকে। রাস্তায় পড়ে থাকল বাকি দু'জনের মৃতদেহও। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য সামনে আসতে সমালোচনার ঝড় উঠেছে। 


পুলিশের বাসের নিচে আটকে দগ্ধে মৃত্যু এক ব্য়ক্তির, সাহায্যে এগিয়ে এল না কেউ


বিহারের (Bihar News) ছাপরা-সিওয়ান হাইওয়ে-তে এই ঘটনা বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে আগুনের লেলিহান শিখায় জ্বলন্ত অবস্থায় বাসের নিচে আটকে থাকতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। বাস থামিয়ে তড়িঘড়ি নেমে যেতে দেখা যায় পুলিশকর্মীদের। তার পর খানিকটা তফাতে দাঁড়িয়ে গোটা দৃশ্য দেখতে থাকেন তাঁরা। সাহায্য করতে এগিয়ে যেতে দেখা যায়নি কাউকেই। 


বুধবার সকালেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুরন্ত গতিতে ছুটে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে বাসটি। তাতে বাসের নিচে আটকে যান মোটর সাইকেলের চালক। ছিটকে পড়ে মারা যান পিছনের আসনে বসা দু'জন। সেই অবস্থাতেই মোটর সাইকেল সমেত চালককে টেনে-হিঁচড়ে তাঁকে নিয়ে প্রায় প্রায় ৯০ মিটার পর্যন্ত এগিয়ে যায় বাসটি। 


আরও পড়ুন: MiG 29K Fighter Jet Crash: গোয়ার সমুদ্রে ভেঙে পড়ল নৌ সেনার মিগ, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট


এর পর বাসটি দাঁড়িয়ে যায় রাস্তায়। দ্রুতগতিতে বাসের ভিতর থেকে নেমে আসেন পুলিশকর্মীরা। ওই মোটর সাইকেল আরোহী নিচে আটকে জ্বলছেন দেখেও খানিকটা দূরে সরে যান তাঁরা। সেখানে দাঁড়িয়ে গোটা দৃশ্য দেখেন। কিন্তু আগুন নেভানো বা বাসের নিচে থেকে ওই ব্যক্তিকে বার করে আনার চেষ্টা করতে দেখা যায়নি কাউকেই। তাতে সকলের চোখের সামনেই জীবন্ত অবস্থায় পুড়তে থাকেন ওই ব্যক্তি। শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি দুই দেহও রাস্তাতেই রয়ে যায়। 


অমিত শাহের অনুষ্ঠান থেকে বাসে চেপে ফিরছিল পুলিশ


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়প্রকাশ নারায়ণের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মীরা। অনুষ্ঠান থেকে ওই বাসে চেপেই ফিরছিলেন সকলে। সেই সময় রাস্তায় মোটর সাইকেলটিকে ধাক্কা মারে বাসটি। মোটর সাইকেল সমেত বাসের নিচে আটকে যান ওই আরোহী। তাতে বাসের তেলের ট্য়াঙ্কটি ফেটে আগুন ধরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। সেই আগুনে পুড়েই মারা যান ওই আরোহী। ছিটকে পড়ে আগেই মৃত্যু হয় মোটর সাইকেলের পিছনে বসা দু'জনের।