দেখুন, এবার এই কিংবদন্তি ফুটবলারের চরিত্রে দেব, ভাইচুং-এর সঙ্গে অনুশীলন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2020 08:54 AM (IST)
1
পোস্টের পাহারায়। ছবি- দেবের ইনস্টাগ্রাম
2
আঙুলের ডগায় খেলা।
3
দেখুন, ছবির টিজার পোস্টার।
4
পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেখুন পরিচালকের সঙ্গে দেব ও ভাইচুং।
5
খেলার বিভিন্ন পদ্ধতি দেবকে যত্ন নিয়ে শিখিয়েছিলেন ভাইচুং।
6
বহুদিন পর পর ফের ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধলেন দেব।
7
বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ভাইচুং-এর থেকে ট্রেনিং নিয়েছেন দেব।
8
এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে বেশ কয়েক মাস ফুটবলের ট্রেনিং নিয়েছেন দেব।
9
আগামীকাল থেকে শুরু হতে চলেছে দেবের নতুন ছবি 'গোলন্দাজ'-এর শ্যুটিং। কিংবদন্তী ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করছেন দেব। নতুন ছবিতে দেবের এই নতুন লুক ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন প্রযোজক মহেন্দ্র সোনি।