রবিবার ছিল ঐশ্বর্য রাই বচ্চনের তুতো ভাই প্রাঞ্জলের বিয়ে। সেই জন্যে মেয়েকে সঙ্গে নিয়ে বচ্চন বহু কাল গিয়েছিলেন ম্যাঙ্গালোর।
বিয়ের আসরে লাল লহেঙ্গা পরে গিয়েছিলেন অ্যাশ। মায়ের মতোই পোশাকে দেখা গিয়েছে আরাধ্যাকে।
মেয়ে-নাতনির সঙ্গে বিয়েতে গিয়েছিলেন বৃন্দা রাইও।
এর আগে আরাধ্যার জন্মদিনের পার্টিতেও মা-মেয়েকে এক পোশাকে দেখা গিয়েছিল
ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম