কলকাতা: তিনি চিরকালই নিজের শর্তে, নিজের ছন্দে চলেন। যখন যেখানেই কাজ করেন, সেই ফ্লোরকে মাতিয়ে রাখেন তিনি। উরফি জাভেদ (Uorfi Javed)। সামনেই মুক্তি পাবে তাঁকে নিয়ে একটি সিরিজ, ফলো কর লো ইয়ার (Follow Kar Lo Yaar)। কিন্তু ব্যক্তিগত জীবনে ঠিক কেমন জনপ্রিয় এই নেটপ্রভাবী? তাঁর সঙ্গে যাঁরা শ্যুটিং করেন, তাঁদের সঙ্গে কেমন ব্যবহার করেন উরফি? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, সেই কথা নিজেই জানালেন উরফি।


সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে উরফি জানান, তিনি তাঁর আশেপাশের মানুষদের সবসময়েই খাওয়াতে ভালবাসেন। এই অভ্যাস তাঁর সদ্য নয়, তিনি যবে থেকে কাজ করছেন তবে থেকেই। উরফির কথায়, 'আমি খাওয়া নিয়ে কখনও কার্পণ্য করি না। কি হবে? কাউকে একটা বার্গার খাওয়ালে কী আমি গরিব হয়ে যাব? এই অভ্যাস আমার অনেক দিনের। যখন আমার মাইনে কম ছিল, তখনও আমি সেটে আমার স্টাফেদের কখনও সখনও খাওয়াতাম। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। যাঁদের সঙ্গে তুমি রোজ কাজ করছো, তাঁদের ২ মাসে ৩ মাসে একবার করে কিছু মিষ্টি পাঠাও, বার্গার পাঠিয়ে দাও। এই ছোট ছোট জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এটুকু করলে কেউই গরীব হয়ে যায় না।'


সদ্য সোশ্যাল মিডিয়ায় 'ফলো কর লো ইয়ার' (Follow Kar Lo Yaar) বলে একটি সিরিজের প্রচার চালাচ্ছেন উরফি। এই সিরিজ মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে (Amazon Prime)। আর সেই সিরিজের প্রচারেই একটি সাক্ষাৎকার দিয়েছেন উরফি। সেখানেই তিনি বলেছেন,  নিজের ধর্মীয় বিশ্বাসের কথা। উরফির কথায়, 'আমি কোরাণ পরেছি, ভগবত গীতা পড়েছি... আমি সবই পড়েছি। কিন্ত কোনো কিছুই আমি সেভাবে মেনে চলি না। কোনও ধর্মেরই আমি পুজো করি না।' অর্থাৎ, সমস্ত ধর্মীয় বই উরফি পড়লেও, কোনও ধর্ম মেনেই জীবন যাপন করেন না তিনি। 


 






আরও পড়ুন: Mimi Chakraborty: 'এক হোক আমাদের স্বর, আমাদের লড়াই', সোশ্যাল মিডিয়ায় আক্রমণের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের ডাক মিমির


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।