নয়াদিল্লি: আইপিএল ৯-এ একের পর এক রেকর্ড ভেঙেছেন এবং গড়েছেন বিরাট কোহলি। আর তাঁর এই বিধ্বংসী পারফর্মেন্স দেখে সারা দেশের মতোই আপ্লুত বলিউড সুন্দরী, বিরাটের প্রাক্তন বান্ধবী অনুষ্কা শর্মাও। তাই গুজরাত লায়ন্সকে হারানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় উদযাপন করতে ফের একান্তে কোনও এক রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেল অন্যতম এই বহু চর্চিত জুটিকে।



মাসখানেক আগেই বিরাট-অনুষ্কার বিচ্ছেদ সংবাদে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সময় শোনা গেছে না না গুঞ্জনও। তারপরই বলিউডে একভাবে চলা বিচ্ছেদের খবরের মাঝে বিরাট-অনুষ্কার এই একান্ত সময় কাটানোর ছবি, কিছুটা হলেও আশার আলো নিয়ে এল।

স্পটবয়ই-তে প্রকাশিত খবর অনুযায়ী, আইপিএল-র ওই ম্যাচের পরই ইডিও নামের এক জাপানি রেস্তোরাঁয় বিরাট-অনুষ্কা খেতে যান। দুজনকেই ভীষণ খুশি দেখাছিল।