দূরে থাক করোনা! মাস্ক পরে পার্টিতে হাজির অনিল কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 04:22 PM (IST)
1
বৃহস্পতিবার, মুম্বইতে মোহিত সুরী পরিচালিত 'মালঙ্গ'-এর সাফল্যে একটি পার্টি দেন ছবির প্রযোজকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
কর্ণ জোহর পরিচালিত 'তখ্ত' ছবিতে দেখা যাবে অনিল কপূরকে। সব ছবি সৌজন্য- মানব মঙ্গলানী।
3
'মালঙ্গ' ছবিতে অভিনয় করেছেন আদিত্য রয় কপূর, দিশা পটানী ও কুনাল খেমু। বক্স অফিসে মোটামোটি সাড়া জাগিয়েছে ছবিটি।
4
তবে, চিত্রগ্রাহকদের নিরাশ করেননি তিনি। স্বাচ্ছন্দ্য-সহকারে পোজ দেন।
5
'মালঙ্গ'-এর পরিচালক মোহিত সুরী উপস্থিত ছিলেন ওই পার্টিতে।
6
'মালঙ্গ'-এর পার্টিতে নিজস্ব ঢঙে করোনাভাইরাসের মোকাবিলা করেন অনিল।
7
করোনা-আতঙ্কের জেরে মাস্ক পরে ওই পার্টিতে আসেন অনিল কপূর, যিনি ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
8
আদিত্য রয় কপূরকে টি-শার্ট ও ডেনিমে দেখা যায়।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -