মানালিতে নিজের ৩০ কোটির নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Mar 2018 02:09 PM (IST)
1
সেখানে বোনপোকে মাতৃস্নেহে কোলে নিয়ে গালে চুম্বন এঁকে দিতে দেখা গিয়েছে কঙ্গনাকে। সেই ছবি ভাইরালও হয়েছে।
2
ওই অনুষ্ঠানেই এসেছিলেন কঙ্গনার বোনপো রঙ্গোলির সদ্যজাত সন্তান পৃথ্বীরাজ
3
বলিউড কুইন কঙ্গনা রানাউতের মানালির বাংলো তৈরি হয়ে গিয়েছে। সেই বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানও হয়ে গেল। গৃহপ্রবেশের অনুষ্ঠানে কঙ্গনার সঙ্গে হাজির ছিলেন পরিবারের অন্য সদস্যরাও।
4
সেখানে আটটি শোওয়ার ঘর রয়েছে। এছাড়া রয়েছে একাধিক স্টেপআউট ব্যালকনি। একটি ডাইনিং রুম, ফায়ার প্লেস, জিম এবং যোগ ব্যায়ামের আলাদা ঘর রয়েছে।
5
পুরনো দিনের ইওরোপীয় বাড়ির আদলে তৈরি বাংলোটি।
6
কঙ্গনার বাড়িটির নাম কার্তিকেও নিবাস। বাংলোটি ডিজাইন করেছেন শবনম গুপ্তা নামের এক ডিজাইনার। ১০ কোটির বিনিময় বাংলোটি কিনেছিলেন কঙ্গনা। ২০ কোটি খরচ করেছেন অন্দরসজ্জায়।