মানালিতে নিজের ৩০ কোটির নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে কঙ্গনা
সেখানে বোনপোকে মাতৃস্নেহে কোলে নিয়ে গালে চুম্বন এঁকে দিতে দেখা গিয়েছে কঙ্গনাকে। সেই ছবি ভাইরালও হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওই অনুষ্ঠানেই এসেছিলেন কঙ্গনার বোনপো রঙ্গোলির সদ্যজাত সন্তান পৃথ্বীরাজ
বলিউড কুইন কঙ্গনা রানাউতের মানালির বাংলো তৈরি হয়ে গিয়েছে। সেই বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানও হয়ে গেল। গৃহপ্রবেশের অনুষ্ঠানে কঙ্গনার সঙ্গে হাজির ছিলেন পরিবারের অন্য সদস্যরাও।
সেখানে আটটি শোওয়ার ঘর রয়েছে। এছাড়া রয়েছে একাধিক স্টেপআউট ব্যালকনি। একটি ডাইনিং রুম, ফায়ার প্লেস, জিম এবং যোগ ব্যায়ামের আলাদা ঘর রয়েছে।
পুরনো দিনের ইওরোপীয় বাড়ির আদলে তৈরি বাংলোটি।
কঙ্গনার বাড়িটির নাম কার্তিকেও নিবাস। বাংলোটি ডিজাইন করেছেন শবনম গুপ্তা নামের এক ডিজাইনার। ১০ কোটির বিনিময় বাংলোটি কিনেছিলেন কঙ্গনা। ২০ কোটি খরচ করেছেন অন্দরসজ্জায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -