কলকাতায় সুস্মিতা সেনের ভাই রাজীবের রিসেপসান পার্টি, বাঙালি সাজে নববধূ চারু
Webdesk, ABP Ananda | 07 Jan 2020 11:02 PM (IST)
1
নবদম্পতি
2
পার্টিতে উপস্থিত ছিলেন না সুস্মিতা সেন
3
পরিবারের সঙ্গে চারু ও রাজীব।
4
একসঙ্গে চারু-রাজীব
5
একসঙ্গে সেলফি তোলেন নবদম্পতি। সোশ্য়াল মিডিয়ায় সেই সব ছবি শেয়ার করেন তাঁরা।
6
লাল শাড়িতে বাঙালি বধূর বেশে বেশ মানিয়েছিল চারুকে। কালো কোট পড়েছিলেন রাজীব।
7
অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব। অন্যদিকে চারু মুম্বইয়ের টেলি তারকা।
8
কলকাতায় বাঙালি আর রাজস্থানী রীতিতে বিবাহ সারলেন রাজীব সেন ও চারু আসোপা।