ছবি ও ভিডিওতে দেখুন: মুভি ডেটে রণবীর কপূর ও আলিয়া ভট্ট, দেখলেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2019 09:45 PM (IST)
ফ্লোরাল টপ ও নীল জিন্স পরেছিলেন আলিয়া। হাতে ছিল ডেনিম জ্যাকেট। অন্যদিকে চেক শার্ট ও সাদা-টি শার্ট, জিনস, সঙ্গে টুপি-একেবারেই ক্যাজুয়াল লুকে দেখা গেল রণবীরকে।
মুম্বই: বলিউডের তারকা জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্ট সিনেমা দেখতে গেলেন। দুজনে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমা দেখলেন। আর থিয়েটার থেকে বেরিয়ে ফ্লোরাল টপ ও নীল জিন্স পরেছিলেন আলিয়া। হাতে ছিল ডেনিম জ্যাকেট। অন্যদিকে চেক শার্ট ও সাদা-টি শার্ট, জিনস, সঙ্গে টুপি-একেবারেই ক্যাজুয়াল লুকে দেখা গেল রণবীরকে। রণবীর ও আলিয়ার একে অপরের সঙ্গে ডেটের খবর প্রথম গত বছর শোনা যায়। এরপর থেকে তাঁদের দুজনকে বহুবারই একসঙ্গে দেখা গিয়েছে। নিউইর্য়কে কেনাকাটা, পুরস্কার প্রদান অনুষ্ঠান-বিভিন্ন জায়গাতেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। চলতি বছর আলিয়া ও রণবীর তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলতে শুরু করেন। আলিয়া কফি উইথ কর্ণ অনুষ্ঠানে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানান। ৬৪ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তাঁদের পরস্পরের প্রতি প্রেমের প্রকাশ অনুরাগীদের উচ্ছ্বসিত করে। রণবীর ও আলিয়াকে ব্রহ্মাস্ত্র সিনেমায় দেখা যাবে। দাবাং ৩-র সঙ্গে সংঘাত এড়াতে সিনেমার মুক্তি ২০২০ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।