নয়াদিল্লি: বাবা ও ছেলে দু’জনের বিরুদ্ধেই খেলা এবং আউট করার নজির ক্রিকেটের ইতিহাসে কতজন খেলোয়াড়ের আছে সেটা গবেষণার বিষয়। তবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি চলতি আইপিএল-এ সেই নজির গড়ে ফেলেছেন। ১৯ বছর আগে রঞ্জি ট্রফির ম্যাচে পরাগ দাসকে স্টাম্প আউট করার পর এ মাসের ১১ তারিখ রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগেরও ক্যাচ নেন ধোনি। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এই তথ্য প্রকাশ করেছেন।



ট্যুইটারে ভোগলে লিখেছেন, ‘১৯৯৯-২০০০ মরসুমের রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে খেলার সময় পূর্বাঞ্চলের একটি ম্যাচের দ্বিতীয় ইনিংসে অসমের ওপেনার পরাগ দাসকে (৩০) স্টাম্প করেন তরুণ উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনি। সেই পরাগ দাসই রিয়ান পরাগের বাবা। ধোনি দু’জনকেই আউট করেছেন।’



সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, রিয়ানের সঙ্গে ধোনির যখন প্রথম দেখা হয়েছিল, তখন রাজস্থানের এই তরুণ ক্রিকেটারের বয়স ছিল মাত্র তিন বছর। এখন রিয়ানের বয়স ১৭। আইপিএল-এ অভিষেক ম্যাচেই তাঁর ক্যাচ নেন ধোনি। ১৯ বছর আগের সেই ম্যাচে অসমকে ১৯১ রানে হারিয়ে দিয়েছিল বিহার। এবারও ধোনির দলই জিতেছে।