মুম্বই:বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর বরাবরই বলে এসেছেন যে, সম্পর্ক বিচ্ছেদের পরও বন্ধু থাকা যায়। আর বাস্তবে তা করেও দেখিয়েছেন। দীর্ঘদিন আগে সম্পর্ক বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে আন্তরিকতার অভাব নেই। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে তাঁদের একসঙ্গে দেখা গেল। তাঁদের মধ্যে সম্পর্ক যে ভালো, তা জানিয়ে দিলেন দুজনেই।
তাঁরা দুজনেই তাঁদের জীবনে নিজেদের মতো করে এগিয়ে গিয়েছেন। দীপিকা রণবীর সিংহকে বিয়ে করেছেন, আর রণবীর আলিয়া ভট্টর সঙ্গে ডেট করছেন। রণবীর কপূর ও আলিয়ার মধ্যে খুব শীঘ্রই বাগদান হতে পারে জল্পনা চলছে।
এরইমধ্যে সোমবার রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে দেখা গেল।





একটি ব্র্যান্ড ইভেন্টে তাঁরা একসঙ্গে ছবিও তুলললেন।




শুধু তাই নয়, স্বামী রণবীর সিংহর ‘সিম্বা’ সিনেমার ‘আঁখ মারে’ গানের তালে রণবীর কপূরের সঙ্গে পাও মেলালেন দীপিকা। সেইসঙ্গে কর্ণ জোহরের মা হিরু জোহরের জন্য জন্মদিনের গানও গাইলেন।






ফরম্যাল পোশাকে খুবই আকর্ষণীয় লাগছিল রণবীর কপূরকে। দীপিকার পোশাকটাও ছিল নজরকাড়া। দীপিকা তাঁর হিট গান ‘ঘুমর’-এর তালেও নাচলেন।