মুম্বই: বলিউড অভিনেতা আমির খানের স্বস্তি। মঙ্গলবার আমির সঞ্চালিত জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’-র বিরুদ্ধে দাখিল হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল বম্বে হাইকোর্ট।
মামলাকারী তথা সমাজকর্মী মনোরঞ্জন রায়ের তরফে অভিযোগ করা হয়েছিল, ওই শো-তে যে নাম ব্যবহার করা হয়েছে, তা দেশের সংবিধান অনুযায়ী নিষিদ্ধ। কোনওমতেই বাণিজ্যিকভাবে ‘সত্যমেব জয়তে’ কথাটি ব্যবহার করা যায় না।
এদিন বিচারপতি এ এস ওকলা ও বিচারপতি এ এ সঈদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করে জানিয়ে দেয়, স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া (নিষিদ্ধকরণ এবং ভুল ব্যবহার) আইন এবং স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া (ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, মোটো সমেত গোটা এমব্লেমটি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু, শুধুমাত্র মোটো ব্যবহার করার মধ্যে কোনও নিযেধাজ্ঞা নেই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে হাজির হওয়া অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহও একই কথা জানান। তিনিও আদালতের সঙ্গে সহমত পোষণ করেন।
আমিরের ‘সত্যমেব জয়তে’-র বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2016 04:34 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -