কলকাতা: বলিউডে প্রথম সারির পরিচালকদের মধ্য়ে অন্য়তম বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj)। তাঁর ঝুলিতে রয়েছে 'মকবুল' (Maqbool), 'ওমকারা' (Omkara) 'কামিনে'র(Kaminey) মত হিট ছবি। এবার শোনা যাচ্ছে, ওয়েবের দুনিয়ার আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। আগাথা ক্রিস্টির জনপ্রিয় উপন্য়াস 'দ্য সিটাফোর্ড মিস্ট্রি' উপন্য়াসটিকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে এই ওয়েব সিরিজটি। ওটিটি প্ল্য়াটফর্ম সনি লিভ (Sony LIV)-এ মুক্তি পাবে বিশাল ভরদ্বাজের এই বহু প্রতিক্ষীত সিরিজ।
এই সিরিজে কয়েকটি মুখ্য় চরিত্রে দেখা যাবে, ওয়ামিকা গাব্বি (Wamiqa Gabbi), প্রিয়াংশু পাইনুলি (Priyanshu Painyuli), নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah), নীনা গুপ্তা (Neena Gupta), রত্না পাঠক শাহ(Ratna Pathak Shah), গুলশান গ্রোভার (Gulshan Grover), লারা দত্ত (Lara Dutta), চন্দন রায় সান্যাল (Chandan Roy Sanyal), এবং পাওলি দামের (Paoli Dam) মত নামীদামী শিল্পীদের।
আর এবার প্রকাশ্য়ে এল এই সিরিজের টিজার। যা ইতিমধ্য়ে পছন্দ করেছে সিনেপ্রেমীরা।
এই সিরিজের শ্য়ুটিং হয়েছে হিমাচল প্রদেশে। সনি লিভ (Sony LIV)-এর কনটেন্ট হেড সৌগত মুখোপাধ্য়ায় এই সাক্ষাৎকারে বলেছিলেন, "গোয়েন্দাসাহিত্য আমাদের দর্শকের কাছে বিশেষভাবে প্রিয় আর আগাথা ক্রিস্টি উপন্যাসের চেয়ে ভাল আর কীই বা হতে পারে। আমরা তাঁর ক্লাসিক 'দ্য সিটাফোর্ড মিস্ট্রি' নিয়ে আসতে পেরে অত্য়ন্ত আনন্দিত। আর ভারতের প্রেক্ষাপটে এই গল্পকে ফুটিয়ে তুলতে একমাত্র পরিচালক বিশাল ভরদ্বাজই পারেন। তাঁর আগের ছবি এর প্রমাণ।'
আরও পড়ুন...
সোশ্য়াল মিডিয়াতেই কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়? কোন উপায়ে বদলাবেন এই অভ্য়াস?
এই সিরিজ সম্পর্কে বলতে গিয়ে পরিচালক বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj)বলেছেন ,'আমি আগাথা ক্রিস্টির সমস্ত রহস্যময় গল্প পড়ে বড় হয়েছি। তাঁর প্লট, চরিত্র এবং গল্পবলার স্টাইল এককথায় অতুলনীয়। গল্পকারদের আজও আগ্রহী করে তাঁর সৃষ্টি।'
অন্য়দিকে, আগাথা ক্রিস্টি লিমিটেডের সিইও জেমস প্রিচার্ড যোগ করেছেন," ভারতে আমার দাদির অনেক ভক্ত রয়েছে এবং আমি তাঁদের জন্য বিশাল ভরদ্বাজের এই উদ্য়োগকে আমরা স্বাগত জানাই।"
প্রসঙ্গত, পরিচালনার পাশাপাশি একাধিক ছবিতে প্রযোজনা ও সঙ্গীত পরিচালনার কাজ করেছেন বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj)। কিছুদিন আগে, তাঁর সিনেমা 'ফুরসত' মুক্তি পেয়েছিল। এই ছবিটি তিনি শ্য়ুট করেছিলেন আইফোন ১৪ (i phone)-এ। এই ছবির মুখ্য় চরিত্রে অভিনয় করেছিলেন ঈশান খট্টর এবং ওয়ামিকা গাবিব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন