ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি ভরা আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক মহিলাকে চাঁচাছোলা প্রশ্ন করেন, আপনি কি এখনও ভার্জিন? সেই কথোপকথনের কিছু অংশ এরমধ্যেই ট্রেলরে প্রকাশিত হয়েছে, আর তুলে দিয়েছে ঝড়। ছবিতে অমিতাভ ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তপস্বী পানু।
ছবিতে সমাজের চলতি ভাবনা-চিন্তার একেবারে মূলে আঘাত করা হয়েছে। বর্তমান সমাজ মহিলাদের কী চোখে দেখে, যৌন হেনস্থা তাঁদের কীভাবে সহ্য করতে হয়, সঙ্গে বাস্তবের কিছু রূঢ় সত্য সামনে এসেছে।
তবে ছবিটি নির্ভয়াকাণ্ডের থেকে অনুপ্রাণিত নয়, সেটা স্পষ্ট করেই বলে দিয়েছেন ছবির প্রযোজক সুজিত সরকারের থেকে অভিনেতা অমিতাভ বচ্চন।
তবে কোথাও দিল্লিতে ঘটে যাওয়া ১৬ ডিসেম্বরের সেই গণধর্ষণকাণ্ডের সঙ্গে দর্শক একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাবে, দাবি সুজিতের। ছবিটি পর্দায় মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর।
ছবির ট্রেলরটি এখানে দেখুন