নয়াদিল্লি: ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে (75th Independence Day) একের পর এক ছবির টিজার প্রকাশ। ঈশান খট্টর (Ishaan Khatter) ও ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) অভিনীত দু'বছর আগে ঘোষিত 'পিপ্পা' (Pippa) ছবির টিজার (teaser) এল প্রকাশ্যে। 


'পিপ্পা' টিজার প্রকাশ্যে


ছবির ঘোষণা হয়েছিল প্রায় বছর দুই আগে। সেই থেকেই আলোড়ন ফেলেছিল এই ছবি। এবার প্রকাশ্যে এল প্রথম টিজার। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছবির নির্মাতারা পোস্ট করলেন 'পিপ্পা' ছবির টিজার। 


'ওয়ার ড্রামা' ঘরানার এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ছবিতে ঈশানকে ব্রিগেডিয়ার বলরাম সিংহ মেহতার (Brigadier Balram Singh Mehta) চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তাঁর বলরাম সিংহের অবদান অনস্বীকার্য। 


টিজার শেয়ার করে ঈশান লেখেন, 'ডিসেম্বর ২, ২০২২ সালে প্রেক্ষাগৃহে দেখা যাবে পিপ্পা'। তিনি আরও লেখেন, 'আমাদের দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে - আমরা সম্মিলিতভাবে আমাদের হৃদয়, শক্তি এবং আত্মাকে দিয়েছি এমন একটি চলচ্চিত্র থেকে একটি ঝলক উপস্থাপন করলাম। আশা করি আমাদের আত্মা, আমাদের মানুষ এবং আমাদের সংস্কৃতি সবসময়ে আশীর্বাদে থাকে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও সাহসিকতার প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয়।'


 






চলতি বছরের ১১ এপ্রিল ছবির শ্যুটিং শেষ করেন ঈশান খট্টর। পোস্ট করে জানিয়েছিলেন সেই কথা। 'পিপ্পা' সিনেমায় তাঁর চরিত্রের বেশ কিছু ছবিও পোস্ট করেন অভিনেতা। রাজা কৃষ্ণ মেনন পরিচালিত 'পিপ্পা' ছবিটি খোদ ব্রিগেডিয়ার বলরাম সিংহ মেহতা রচিত 'দ্য বার্নিং চাফি' বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে। ছবিতে ঈশান খট্টর ছাড়াও ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পৈনুলি ও সোনি রাজদানকে দেখা যাবে।


আরও পড়ুন: Bagha Jatin: স্বাধীনতা দিবসে বড় চমক, বড়পর্দায় এবার 'বাঘা যতীন'-এর ভূমিকায় দেব, প্রকাশ্যে টিজার