মুম্বই: সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। তার জন্য স্বাস্থ্যকর জীবনযাপন করা দরকার। তাই ধূমপান ও মদ্যপান ছেড়ে দিতে চাইছেন বলিউড বাদশা শাহরুখ খান।
তিন সন্তানের জনক শাহরুখ বলেছেন, ‘আমার যখন ১৫ বছর বয়স ছিল, তখন বাবা-মাকে হারিয়েছি। আমার সন্তানদের সঙ্গে একই ঘটনা ঘটুক, সেটা চাই না। আমি আরও ২০-২৫ বছর ওদের পাশে থাকতে চাই। তার জন্য সুস্থ থাকা জরুরি। সেই কারণেই ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়ে শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ থাকতে চাইছি।’
শাহরুখের দুই সন্তান আরিয়ান ও সুহানা বড় হয়ে গিয়েছেন। তবে তৃতীয় সন্তান আবরামের বয়স এখন মাত্র ৪ বছর। শাহরুখের বয়স এখন ৫০। তিনি বলছেন, এই বয়সে একটি শিশুসন্তান থাকা ভাল ব্যাপার। এর ফলে তিনি সারল্য ও ভালবাসাকে অন্য রূপে দেখতে পাচ্ছেন। সন্তানদের জন্যই নিজেকে সুস্থ রাখতে চাইছেন বলিউড সুপারস্টার।
শুধু শারীরিকভাবে সুস্থ থাকাই নয়, পরিবারে জন্যই এবার মেজাজও নিয়ন্ত্রণে রাখতে চাইছেন শাহরুখ। তিনি জানিয়েছেন, পরিবারের লোকজনকে কথা দিয়েছেন, এবার থেকে আর কোনও বিতর্কে জড়াবেন না। ২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে গোলমাল হয়েছিল, সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না তিনি।
সন্তানদের জন্য ধূমপান, মদ্যপান ছাড়তে চান শাহরুখ
Web Desk, ABP Ananda
Updated at:
19 Mar 2017 09:33 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -