মুম্বই: বক্স অফিসে ঝড় তুলেছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। রণবীর কপূর (Ranbir Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবিকে ঘিরে প্রত্যাশা বেশি ছিল শুরু থেকেই। আর সেই প্রত্যাশা ক্রমশ প্রভাব ফেলছে বক্স অফিস কালেকশনে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই ছবি ১৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আপনি কি কম খরচের টিকিটে 'ব্রহ্মাস্ত্র' দেখতে চান? ৭৫ টাকার টিকিটে এই ছবি দেখার সুযোগ পেতে পারেন। ভাবছেন কীভাবে?


কীভাবে ৭৫ টাকার টিকিটে দেখতে পারেন 'ব্রহ্মাস্ত্র'?


গত ২রা সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছিল যে, আগামী ১৬ সেপ্টেম্বর ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া (National Cinema Day) উদযাপন করা হবে। আর সেইদিনই মাত্র ৭৫ টাকায় পাওয়া যাবে সিনেমার টিকিট। কিন্তু সম্প্রতি তাঁদের ফের ঘোষণা বদলেছে। ১৬ সেপ্টেম্বরের পরিবর্তে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানান হয়েছে যে, ন্যাশনাল সিনেমা ডে ইন ইন্ডিয়া উদযাপন করা হবে আগামী ২৩ সেপ্টেম্বর। বিভিন্ন সূত্রে খবর, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ব্রহ্মাস্ত্র'র ব্যবসার কারণেই মূলত এই সিদ্ধান্ত বদল করা হয়েছে। 


আরও পড়ুন - Shweta Tiwari: কেন কন্যা পলকের বিয়ে হোক, চান না শ্বেতা তিওয়ারি?


ঘনিষ্ঠ সূত্রে খবর, 'রণবীর কপূর, আলিয়া ভট্টের ছবি 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম সপ্তাহান্তের পর সোমবারও এর দুর্দান্ত বক্স অফিস কালেকশন অব্যাহত। বোঝাই যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহান্তেও এই ছবির ব্যবসা খুব ভালো হবে। ডিজনির পক্ষ থেকে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেন ন্যাশনাল সিনেমা ডে উদযাপন একটা সপ্তাহ পিছিয়ে দেয়। ডিজনির আবেদন খতিয়ে দেখেছে ওই সংস্থা। তারা অনুভব করেছে যে, 'ব্রহ্মাস্ত্র' অত্যন্ত ব্যয়বহুল ছবি। এটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে। তাই টিকিটের দাম একটা দিন ৭৫ টাকা হয়ে গেলে, তার ব্যাপক প্রভাব পড়বে এর বক্স অফিস কালেকশনে। তাই তারাও ডিজনির সেই আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি, মাল্টিপ্লেক্সেও 'ব্রহ্মাস্ত্র' খুব ভালো ব্যবসা করেছে।'


প্রসঙ্গত, চতুর্থ দিন অর্থাৎ সোমবার, 'ব্রহ্মাস্ত্র' দেশজুড়ে ১৬.২৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর সূত্রের। তার মধ্যে হিন্দি বাজার থেকে ১৪.২৫ কোটি টাকা এবং বাকি ভাষা থেকে ২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বাজারে ১৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 'ব্রহ্মাস্ত্র' ছবির বক্স অফিস পারফর্ম্যান্স দেখে অনুমান করা হচ্ছে প্রথম সপ্তাহে প্রায় ১৭৫ কোটি টাকার ব্যবসা করবে, এবং দ্বিতীয় রবিবারের মধ্যে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে। সোমবার, 'ধর্মা প্রোডাকশন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহান্তে বিশ্বজুড়ে ২২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তবে সেই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এই সপ্তাহান্তে 'ব্রহ্মাস্ত্র' গ্লোবাল বক্স অফিসের তালিকায় শীর্ষে ছিল। এই প্রথম কোনও বলিউড ছবি তালিকায় প্রথম স্থান নিল। ভারতীয় ছবি হিসেবে 'ব্রহ্মাস্ত্র' তৃতীয়, এর আগে তালিকার শীর্ষে পৌঁছেছিল 'মাস্টার' ও 'আরআরআর'। প্রত্যেকটিই গত দুই বছরে পরপর তালিকার ১ নম্বরে স্থান পেল। প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' প্রথম এশিয়ান সিনেমা যা গোটা বিশ্বের বক্স অফিস চার্টেরও শীর্ষে পৌঁছেছে।