মুম্বই: অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন। তাঁর ব্যক্তিগত জীবন ততটাও সুমধুর নয়। খুব অল্প বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা। সেই বিয়ে দীর্ঘদিন স্থায়ী হয়নি। বিবাহবিচ্ছেদের পর তিনি ফের বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু তাও স্থায়ী হয়নি। নিজের বিবাহিত জীবন মধুর না হওয়ায় এবার কন্যা পলককে (Palak Tiwari) বিয়ে (Marriage) করতে নিষেধ করছেন শ্বেতা। তার মূল কারণ সম্পর্কেও তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
শ্বেতা চান না তাঁর কন্যা পলক বিয়ে করুক!
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। আজও তাঁকে দর্শকেরা জনপ্রিয় 'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকের 'প্রেরণা' চরিত্রর জন্য মনে রেখেছে। মাত্র ১৮ বছর বয়সে তিনি রাজা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীকালে সেই বিয়ে ভেঙে যাওয়ার পর অভিনব কোহলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাঁর দুটি বিয়েই টেকেনি। বর্তমানে তিনি তাঁর দুই সন্তান পলক এবং রিয়াংশকে নিয়ে থাকেন। তিনি নিজে বিবাহিত জীবনের নানা টানাপোড়েনের সাক্ষী হয়েছেন। তাঁই তিনি চান না তাঁর কন্যা পলক বিয়ের পিঁড়িতে বসুক। শ্বেতা তিওয়ারি বলেন, 'আমি তথাকথিত বিয়েতে বিশ্বাস করি না। এমনকি আমি তো আমার মেয়েকে বলি যে, ও যেন বিয়ে না করে। এটা ওর জীবন। আমি ওর জীবনে দখলদারি করতে চাই না। ও নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারে। তবে, শুধু এটুকুই ওকে বলতে চাইব যে, বিয়ের মতো কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যেন ও আরও বেশি করে ভাবনা চিন্তা করে। শুধু একটা সম্পর্কে আছো বলেই তাতে বিয়ে করে নিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। জীবনে বিয়ে করা খুব জরুরি, বিয়ে না করলে জীবন কীভাবে কাটবে, এই ধারণা সঠিক নয়।'
আরও পড়ুন - Anushka Sharma: পার্কে গিয়ে এ কী করছেন অনুষ্কা শর্মা! ছবি ভাইরাল মুহূর্তে
প্রসঙ্গত., ১৯৯৯ সালে রাজা চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা তিওয়ারি। বিয়ের এক বছর পর কন্যা পলকের জন্ম হয়। তারপর ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীকালে ২০১৩ সালে শ্বেতা ফের বিয়ের পিঁড়িতে বসেন অভিনব কোহলির সঙ্গে। কিন্তু ২০১৯ সালে তাঁর সেই বিয়েও তিক্ততার সঙ্গে শেষ হয়। শ্বেতা তিওয়ারি এখনও অভিনয় করছেন। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'ম্যায় হুঁ অপরাজিতা' ধারাবাহিকে। কন্যা পলক তিওয়ারিও বলিউডে পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছে সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হবে তাঁর।