চেন্নাই: সুপারস্টার রজনীকান্তের কালা @কারিকালা ছবির নাম আর গল্পের মালিকানা তাঁর। এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কে রাজাশেখরন নামে এক প্রযোজক। রজনীকান্ত, ছবির প্রযোজক ও পরিচালকের কাছ থেকে আদালত তাঁদের অবস্থান জানতে চেয়েছে।
আদালতের দ্বারস্থ হওয়া প্রযোজক রাজাশেখরন জিএসআর ভিন্মীন ক্রিয়েশনস নামে সংস্থার মালিক। তাঁর দাবি, তাঁর আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কালা @কারিকালা ছবির কাজ বন্ধ রাখতে হবে। তাঁর বক্তব্য, ছবির নাম, তার গল্প- সব কিছুরই মালিকানা তাঁর, সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অফ কমার্সে তা রেজিস্টারও করা হয়েছে।
নিজের লেখা গানের একটি মিউজিক অ্যালবাম উদ্বোধনের সময় তিনি চোল সম্রাট কারিকালানের জীবন নিয়ে একটি সিনেমা প্রযোজনা করার পরিকল্পনার কথা জানান, যা হবে বর্তমান সামাজিক অবস্থার ওপর ভিত্তি করে। রজনীকান্ত ফ্যানস অ্যাসোসিয়েশনের এক নেতার কাছে ছবির গল্পটি বলে দেন বলে তাঁর দাবি। কারণ রজনীর সঙ্গে দেখা হলেও তিনি ব্যস্ত থাকায় তাঁকে ওই প্রযোজক ছবির গল্প শোনাতে পারেননি। এখন দেখেন, তাঁর গল্প নিয়ে আলাদা করে ছবি করছেন রজনীকান্ত, ছবির নামও তাঁর।
ছবির শ্যুটিং বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছেন তিনি।
রজনীকান্তের কালা @কারিকালা ছবির বিরুদ্ধে আদালতে প্রযোজক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2017 03:54 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -