মুম্বই: সলমনকে তাঁর জন্য ছেড়ে দেওয়া হোক। আর আলিয়া ভট্টকে বরুণ ধবনের জন্য। মন্তব্য করলেন ক্যাটরিনা কাইফ। ৫ বছর পর আবার সলমন খান ও ক্যাটরিনাকে দেখা যাবে একসঙ্গে, টাইগার জিন্দা হ্যায় ছবিতে।
আইফা অ্যাওয়ার্ডস সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে আলি.য়া ভট্টকে প্রশ্ন করা হয় তিনি সলমনের সঙ্গে কাজ করবেন কিনা। জবাবে আলিয়া বলেন, এখনও জানেন না, তবে আশা, শিগগিরই তাঁরা কাজ করবেন। দুজনের বয়সের তফাতের কথা উল্লেখ করে ৫১ বছরের সলমন রসিকতা করেন, পাপা দ্য গ্রেটের রিমেকে একসঙ্গে কাজ করবেন তাঁরা।
তখনই ক্যাটরিনার মন্তব্য, প্লিজ, আলিয়াকে বরুণের জন্য ছেড়ে দিন আর সলমনকে আমার জন্য।
ক্যাট জানিয়েছেন, সলমনের সঙ্গে কাজ করা মোটেই কঠিন নয়, বরং তা উপভোগ্য। সারাক্ষণ চলতে থাকা টিভি শোয়ের মত। সলমনের মধ্যে প্রচুর ভালবাসা, যা তাঁর চারপাশের মানুষদের ভাল রাখে।
সলমনকে প্লিজ আমার জন্য ছেড়ে দিন, ক্যাটরিনার কথায় কীসের ইঙ্গিত?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2017 04:24 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -