কলকাতা: বিবেক অগ্নিহোত্রি ( Vivek Agnihotri ) পরিচালিত 'দ্য় ভ্য়াকসিন ওয়ার' (The Vaccine War) নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে উঠে এল এই ছবির নাম। আজ রাজস্থানের একটি সমাবেশে ভাষণ দেন তিনি। সেখানেই তিনি বলেন, 'দ্য় ভ্য়াকসিন ওয়ার-এর মত ছবি দেশের গর্ব। করোনাকালে যে বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করে ভ্য়াকসিন বানিয়েছেন, তাঁদের কাহিনিই উঠে আসবে এই ছবিতে। কীভাবে তাঁরা কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন সেই গল্পই উঠে আসকে চলেছে। পরবর্তী প্রজন্মের জন্য় এই ছবি অনুপ্রেরণা। '
তিনি আরও বলেন,'বিশ্বের কাছে এই ছবির মাধ্য়মে আমাদের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের গল্প তুলে ধরবে এই ছবি।' এরপরই মোদির প্রশংসায় আপ্লুত হয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রি বলেন, 'এই ছবির অনুপ্রেরণা মোদিজি নিজেই। কারণ তাঁর তত্ত্ববধানেই দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির মত মহৎ কাজ সম্পন্ন করতে পেরেছেন। তাই প্রধানমন্ত্রীকেও অনেক অনেক শুভেচ্ছা।'
এবার ভারতের নিজস্ব ভ্যাকসিন তৈরির গল্প, 'দ্য ভ্যাকসিন ওয়ার' নিয়ে সিনেপ্রেমীদের মধ্য়ে বাড়ছে উন্মাদনা। ইতিমমধ্য়েই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ট্রেলার শেয়ার করে পরিচালক লিখেছিলেন, 'নিবেদন করছি, আপনাদের 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির ট্রেলার। ছবি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর ২০২৩ সালে। দয়া করে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।'
আরও পড়ুন...
রণবীর কপূরের পর বেটিং অ্য়াপ তদন্তে কপিল শর্মা ও অভিনেত্রী হুমা কুরেশিকে তলব ইডির
ট্রেলারে দেখা যাচ্ছিল নানা পটেকরের নেতৃত্বে এক দল মহিলা বৈজ্ঞানিক ব্রতী হয়েছেন টিকা তৈরির কাজে।
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিকে ভারতের প্রথম 'বায়ো-সায়েন্স ফিল্ম' বলে অভিহিত করছেন নির্মাতারা। এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে (Raima Sen)। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, গিরিজা ওক, নিবেদিতা ভট্টাচার্য, সপ্তমী গৌদা, মোহন কপূর প্রমুখ। ২৮ সেপ্টেম্বর এই ছবি হিন্দি, তামিল, তেলুগু এবং ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে।
উল্লেখ্য় কিছুদিন আগে, বিবেক অগ্নিহোত্রী ও পল্লবী যোশীর 'ইন্ডিয়া ফর হিউম্যানিটি' সফরের অংশ হিসেবে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় মার্কিন মুলুকে।
দর্শকের এই ছবি কেমন লাগে, এখন অপেক্ষা সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন