কলকাতা: অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা আগেই আশ্বাস দিয়েছিলেন, জুবিন গর্গের মৃত্যুর সম্পূর্ণ তদন্ত হবে। যদি এই ঘটনায় কারও দোষ থাকে, সে ছাড় পাবে না। আর জুবিন গর্গের (Zubeen Garg)-এর মৃত্যু রহস্য এবার ক্রমশ জটিল হচ্ছে। জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী দাবি করেছেন, জুবিনকে বিষ দেওয়া হয়েছে। আর এই ঘটনায়, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সবাইকে অনুরোধ করেছেন, জুবিনের ভিসেরা রিপোর্ট আসার জন্য সবাইকে অপেক্ষা করতে।
জুবিন গর্গের মৃত্যুতে ফের প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, তিনি অভিযোগ করেছেন সিঙ্গাপুরে বিষপ্রয়োগ করা হয়েছিল গায়কের উপর। আর সেই কারণেই নাকি মৃত্যু হয়েছে গায়কের। পুলিশের কাছে থাকা আনুষ্ঠানিক নথি অনুসারে এমনটাই জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন, জুবিনকে বিষ দিয়েছিলেন তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্ত। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শেখর ছাড়াও জুবিনের ব্যান্ডের আরও এক সদস্য অমৃতপ্রভ মহান্তকেও গ্রেফতার করা হয়েছে। এই চারজনকেই ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। শেখরের আরও অভিযোগ, জুবিনের মৃত্যুকে দুর্ঘটনা বলে চালানোর জন্য ষড়যন্ত্র চলছে।
আজ, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেমন্ত বিশ্বশর্মা বলেছেন, ১০ তারিখের মধ্যে জুবিনের ভিসেরা রিপোর্ট চলে আসবে। ১১ তারিখের মধ্যেই আমরা জেনে যাব, জুবিনের সঙ্গে কি হয়েছে? পুলিশে নিজের কাজ করছে। যা যা ঘটনা ঘটেছে, সবকিছুর নোট রাখা পুলিশের কাজ। পুলিশ সেটাই করতে। জুবিনের মৃত্যু নিয়ে বিষ দেওয়ার তথ্য উঠে আসা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছেন, 'আমি জানি না, শেখর জ্যোতি গোস্বামী কেন এই ধরণের মন্তব্য করেছেন। হয়তো তিনি নিজের ওপর থেকে সন্দেহ সরানোর জন্য অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। এই বিষয় নিয়ে আমি এখনও পর্যন্ত কিছু বলতে চাই না। ১১ তারিখ পর্যন্ত আমি অপেক্ষা করতে বলব সবাইকে। জুবিনের ভিসেরা রিপোর্ট আসলে সব বোঝা যাবে।
সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জুবিনের। যদিও তাঁর মৃত্যু নিয়ে অনেক রহস্য রয়েছে।