সুশান্তের মৃত্যুর ঘটনায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে আজ জিজ্ঞাসাবাদ

১৪ জুন, রবিবার, বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। তারপর থেকে অভিনেতার মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়।

Continues below advertisement

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মাকে আজ জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ। বেলা বারোটায় তাঁকে বান্দ্রা থানায় উপস্থিত হতে বলা হয়েছে।

Continues below advertisement

১৪ জুন, রবিবার, বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। তারপর থেকে অভিনেতার মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়। প্রাথমিক সন্দেহে পুলিশ আত্মহত্যা বলেই সন্দেহ করে। তারপর থেকেই বেশ কিছু সুশান্ত-ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হয়।

সুশান্তের বাবার সঙ্গেও পুলিশের কথা হয়। তিনি নাকি পুলিশকে জানান, ইন্ডাস্ট্রির আচরণে মানসিক চাপে ছিলেন সুশান্ত। দীর্ঘ-জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকেও।

এখনও পর্যন্ত ২৫ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ে ডাকা হবে সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যদেরও। শুক্রবার একথা জানান মুম্বই পুলিশের ডিসিপি অভিষেক ত্রিমুখে।

কিছুদিন আগেই সুশান্তের ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যাতে জানানো হয়েছে, ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে। ট্যুইটারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

Continues below advertisement
Sponsored Links by Taboola