মুম্বই: রাজনীতিতে যোগ দেওয়ার কোনও আগ্রহই নেই বলিউড অভিনেতা আমির খানের। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে স্পষ্টভাবে নিজের অভিমত জানাতে কোনওভাবেই পিছপা হবেন না বলে জানিয়েছেন আমির।
দঙ্গল-এর অভিনেতা বলেছেন, কোনও মতামত তিনি যথেষ্ট ভেবেচিন্তেই দেন। কোনও ব্যাপারে আলটপকা মন্তব্য তিনি করেন না। ভবিষ্যতেও বিভিন্ন বিষয়ে তাঁর মতামত জানিয়ে যাবেন বলে জানিয়েছেন আমির।
নিজের জন্মদিনে সাংবাদিক বৈঠকে আমির একটি প্রশ্নের উত্তরে বলেছেন, রাজনীতি আমার জন্য নয়। কেননা, আমি মনে করি, শিল্পী হিসেবেই দেশ ও সমাজের জন্য অনেক কিছুই দিতে পারি। আমি এর কোনও পরিবর্তন চাই না।
রাজনীতি আমার জন্য নয়, বললেন আমির খান
ABP Ananda, web desk
Updated at:
14 Mar 2017 02:03 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -