‘কিক’ ও ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় সলমনের সঙ্গে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। সলমনের মন্তব্য সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নওয়াজউদ্দিন বলেছেন, এটা তো উনি রূপকার্থে বলেছিলেন। এ নিয়ে আর আলোচনা বা প্রশ্নের কোনও প্রয়োজন নেই।
নওয়াজ আরও বলেছেন, আমার কাছে উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ। আমি মনে করি তাঁর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না।
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও সলমনের মন্তব্যকে অসংবেদনশীল বলে অভিহিত করেছেন। সলমনের বাবা সেলিম খান ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন।যদিও এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি সলমন।
এরইমধ্যে সলমনকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী পূজা বেদী। তিনি টুইটারে বলেছেন, সলমন যদি ভুল হন তাহলে ‘পাগল’, ‘প্রতিবন্ধী’, ‘ফাঁস দেওয়া’র মতো শব্দগুলির ব্যবহারও তো ‘পলিটিক্যালি ইনকারেক্ট’।
সলমনের সমর্থনে একাধিক টুইট করেছেন পূজা।