অভিনেত্রী পূজা ডাডওয়ালের অসুস্থতার কথা জানাজানি হলেও, সলমন নন, সাহায্যে এগিয়ে এলেন ভোজপুরি তারকা রবি কিষেণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2018 02:46 PM (IST)
মুম্বই: দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সলমন খানের সঙ্গে 'ভীরগতি' ছবিতে অভিনয় করা অভিনেত্রী পূজা ডাডওয়াল গুরুতর অসুস্থ। তিনি যক্ষায় আক্রান্ত। বর্তমানে তাঁর অবস্থা এতটাই করুণ যে তাঁর এক কাপ চাও কিনে খাওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই। তাঁর জীবনের এই কঠিন সময় পাশের দাঁড়ানোর কাতর আবেদন জানিয়ে সলমন খানের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেন পূজা। কিন্তু তাতে তেমন কোনও লাভ হয়েছে বলে মনে হয় না। কারণ, সলমন এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও দেননি। তবে পূজার প্রতীক্ষার অবসান ঘটিয়ে, এসেছেন এক তারকা। তিনি হলেন ভোজপুরী ছবির তারকা অভিনেতা রবি কিষেণ। হাসপাতালে গিয়ে দেখা করে এই অভিনেতা পূজাকে সবধরনের আর্থিক সাহায্য দেওয়ারও আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, পূজার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন অভিনেতার এক সহকর্মী। তক্ষুনি অভিনেত্রীর হাতে কিছু টাকা ও ফল দিয়ে আসেন সহকর্মী পাপ্পু যাদব। দুর্ভাগ্যবশত পূজার এই রোগের কথা জানাজানি হওয়ার পরই তাঁকে ফেলে চলে যান অভিনেত্রীর পরিবারের সদস্যরা।