এজেন্ট পরিচয়ে টাকা তোলায় প্রতারকের বিরুদ্ধে থানায় যাওয়ার ভাবনা পূজা ভট্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Feb 2017 06:01 PM (IST)
মুম্বই: অভিনেত্রী-পরিচালক পূজা ভট্টের এজেন্ট হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে টাকা তুলছিল এক ব্যক্তি। এই ঘটনার কথা ৪৪ বছরের পরিচালক-অভিনেত্রীর নজরে আসতেই তিনি নড়েচড়ে বসেছেন। তিনি জানিয়েছেন, প্রশান্ত মালগেওয়ার নামে কোনও ব্যক্তিকে তিনি এজেন্ট হিসেবে নিয়োগই করেননি। ওই প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পূজা। ওই প্রতারক সলিটিউড লাইফস্টাইল ইনক্লিউসিভে কর্মরত বলে জেনেছেন পূজা। পূজা মনে করেন, এটি একটি জঘন্যতম অপরাধ। অবিলম্বে এধরনের ঘটনা বন্ধ হওয়া উচিৎ এবং অভিযুক্তের কঠিন পদক্ষেপ গ্রহণ করা উচিৎ।