অভিষেক-ঐশ্বর্যর সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক নিয়ে বিস্ফোরক রানি মুখোপাধ্যায়!

Continues below advertisement
মুম্বই:  বলিউডে রানি মুখোপাধ্যায়-অভিষেক বচ্চন জুটি অনস্ক্রিনে বহু ম্যাজিক তৈরি করেছে। এই জুটির উষ্ণতা একাধিক ছবিতেও ফুটে উঠেছে, যেমন ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’, ‘লগা চূনড়ি মে দাগ’, ‘কভি আলভিদা না কহেনা’। বলিউড অন্দরের খবর ছিল এই জুটির উষ্ণতা পর্দা ছাড়িয়ে পর্দার বাইরেও যথেষ্ট উষ্ণ ছিল। এমনকি তাঁদের বিয়ের খবরও শোনা যায় একসময়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ভেঙে যায় সেই বিয়ে। তবে এতদিন অবধি এবিষয় কোনও পক্ষ মুখ না খুললেও, অবশেষে এই তিক্ত সম্পর্কের কথা প্রকাশ্যে জানালেন আদিত্য চোপড়ার বর্তমান ঘরণী। ‘লগা চূনড়ি মে দাগে’র শ্যুটিংয়ের সময় রানি-অভিষেকের সম্পর্কে শেষ পেরেকটাও পুঁতে দেওয়া হয়। পরে জানা যায় দুই পরিবারের আপত্তির জন্যেই আর এগোয়নি এই সম্পর্ক। তবে যদি সূত্রের খবর বিশ্বাস করতে হয়, তাহলে শোনা গিয়েছিল এই সম্পর্কে আপত্তি ছিল জুনিয়র বচ্চনের মা জয়ারই। তবে তারপরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন রানি-অভিষেক। তবে এই দুই বন্ধুর সম্পর্ক সম্পূর্ণ শেষ হয়ে যায় যখন গত ২০০৭ সালে জাঁকজমক পূর্ণ অভি-অ্যাশের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন না রানি। এই ব্যবহারের জবাবে রানি এক সাক্ষাত্কারে বলেছিলেন, এই আচরণ থেকেই পরিষ্কার একজন তাঁর একসময়ের ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে কী ভাবেন, কোথায় দাঁড়িয়ে আছে তাঁদের সম্পর্ক। তবে এরপর তিনিও বলেন, এটা একেবারেই প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত, নিজের বিয়েতে সে কাকে আমন্ত্রণ করবেন। ঐশ্বর্যর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয় যখন শাহরুখের বিপরীতে ‘চলতে চলতে’ ছবি থেকে অ্যাশকে বাদ দিয়ে তাঁকে নেওয়া হয়। যদিও দুই অভিনেত্রীই তাঁদের মৌখিক ভদ্রতা বজায় রেখেছেন। তবে সাক্ষাত্কারের শেষে একথাও বলেন রানি, তাঁদের শত্রুতা আজ অতীত।অভিষেক-অ্যাশের বিয়ের দশ বছর কেটে গেছে। রানিও আদিত্য চোপড়াকে বিয়ে করে আজ সুখী ঘরণী।
Continues below advertisement
Sponsored Links by Taboola