মা পুনম ধিলোঁর মতোই দুরন্ত সুন্দরী, বলিউডে পালোমার অভিষেক নিয়ে জল্পনা
২২ বছরের সুন্দরী এখন রূপোলি পর্দায় অভিনয় শুরু করতে চলেছেন। বলিউডের অন্যান্য তারকাদের ছেলে মেয়েও একে একে অভিনয় জগতে আসছেন। এই অবস্থায় পুনমের ছেলে-মেয়ে কতটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন, তা সময়ই বলে দেবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপালোমার ভাই আনমোলও কম যায় না। আনমোলের রূপোলি পর্দায় অভিষেক নিয়েও জল্পনা চলছে।
ফিটনেস নিয়েও দারুন খুঁতখুঁতে পালোমা। এই ছবিতেই বোঝা যায় পালোমার শরীরে গঠন কতটা নিখুঁত।
আর ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২৩.৬ হাজার।
ইতিমধ্যেই ডিভা হয়ে উঠেছেন পালোমা। ইন্সটাগ্রামে পোস্ট করা তাঁর ছবিতেই তা স্পষ্ট।
জল্পনা চলছে, জাহ্নবী কপূর, সারা আলি খানের মতো পালোমাও খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন পুনম-কন্যা।
ওই ছোট্ট মেয়েটি এখন বড় হয়েছে। মায়ের মতোই সুন্দরী হয়ে উঠেছেন পালোমা।
এই ছোট্ট মেয়েটি প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া (১৯৭৭) এবং বলিউডের সুপারহিট অভিনেত্রী পুনম ধিলোঁর কন্যা পালোমা ঠাকেরিয়া ধিলোঁ। (ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -