নিজের অ্যাপের জন্য টপলেস পুনম-ছবিতে দেখুন
ছবির নাম হেলেন। ছবি--ইনস্টাগ্রাম, ট্যুইটার
এও জেনে রাখুন, আগামী দিনে তাঁকে আপনারা দেখতে পাবেন একটি ছবিতে।
জানেন কি, পুনম নিজেই এ কথা বলেছেন যে, বিনোদন ইন্ডাস্ট্রিতে থাকতেই নিজেকে বিতর্কে জড়িয়ে রাখতে চান তিনি। এতে তাঁর ফায়দাই হয়।
ওই লিঙ্কে ক্লিক করে আপনিও অ্যান্ড্রয়েড বা আইফোনে সেই অ্যাপ ডাউনলোড করতে পারেন।
কয়েকটি ছবি পোস্ট করার সময় তিনি ক্যাপশন লিখেছেন, বাকিগুলি দেখতে হলে আমার অ্যাপ ডাউনলোড করুন। তিনি এজন্য সেই অ্যাপের লিঙ্কও দিয়েছেন।
সেগুলি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম, ট্যুইটারে। ক্যামেরার সামনে তিনি হাজির খোলামেলা সাজে। এবার এই ছবিগুলি দিয়েই নিজের অ্যাপের প্রচার করছেন পুনম।
তবে পুনম থাকবেন, আর বিতর্ক থেমে যাবে, তা হয় নাকি! তাই আবারও বিতর্ক, কেননা নিজের বেশ কিছু বোল্ড ছবি সোস্যাল মিডিয়ায় ছেড়েছেন তিনি।
কিন্তু সেই অ্যাপ চালু হতেই বিতর্ক। গুগল সেই অ্যাপে নিষেধাজ্ঞা জারি করে।
মডেল-অভিনেত্রী পুনম পান্ডেকে সবাই সাহসী বলেই জানেন। সম্প্রতি নিজের অ্যাপ চালু করেছেন তিনি। লঞ্চিংয়ের সময় তিনি জানান, যাঁরা তাঁর প্রশংসা করেন, তাঁদের 'বোল্ড' উপহার দেবেন তিনি।