মুম্বই: সম্প্রতি মুম্বইয়ের (Mumbai) এক বহুতলে লাগল ভয়াবহ আগুন। ওই বহুতলেই বাস অভিনেত্রী পুনম পাণ্ডের (Poonam Pandey)। ভয়ানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হননি অভিনেত্রী। স্বস্তির খবর, অগ্নিকাণ্ড থেকে বেঁচে বেরিয়ে আসতে পেরেছে তাঁর পোষ্যও (pet dog)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেই কথা।
পুনম পাণ্ডের বাড়িতে ভয়ানক অগ্নিকাণ্ড
সম্প্রতি আগুন লেগে যায় অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে। সেই সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। তবে বাড়িতে ছিল তাঁর পোষ্য সারমেয় সিজার। সৌভাগ্যজনকভাবে অক্ষত রয়েছে তাঁর পোশ্য। পুনমের বাড়ির পরিচারক যাঁরা, তাঁদের চেষ্টাতেই সঙ্গে সঙ্গে বের করে আনা হয় সিজারকে। আপাতত সে অভিনেত্রীর বোনের কাছে রয়েছে।
বহুতলে কীভাবে লাগল আগুন? কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী। পুনম যে বহুতলে থাকেন, সেখানে হঠাৎই দেখা যায় আগুন লেগেছে। কিন্তু কোথা থেকে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ইমার্জেন্সি সময়ে স্থানীয় দমকল বাহিনী তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। বহুতলে আগুন লেগেছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে রাজন নামে এক বাসিন্দা তড়িঘড়ি খবর দেন দমকল বাহিনীদের। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান রাজনও। সকলেই আপাতত রাজনের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর তৎপরতায় প্রাণ বেঁচেছে সকলের। ঘটনার খবর প্রকাশ্যে আনেন পাপারাৎজি ভিরল ভয়ানি।
নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী পুনম পাণ্ডে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে আগুন লাগার ফলে তাঁর ঘরের অনেকাংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তা ছবি ও ভিডিও থেকেই স্পষ্ট। তবে এদিন ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এই গোটা আগুন লাগার ঘটনায়, আমার মন্দিরের কিছু হয়নি... ব্রহ্মাণ্ডের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার সিজার একেবারে সুস্থ আছে... আমার কর্মচারী, আমার বোন সকলেই ভাল আছে... হ্যাঁ, বাড়িটা পুড়ে গেছে কিন্তু আত্মারা ভাল আছে।'
পুনম পাণ্ডেকে শেষ দেখা গিয়েছিল রিয়েলিটি শো 'লক আপ'-এ। নিজের জীবন সম্পর্কে ও বিয়ে নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী সেই শোয়ে। 'লক আপ' রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন কঙ্গনা রানাউত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন