নয়াদিল্লি: ফের একসঙ্গে এক ছবিতে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানকে (Salman Khan)। 'যশ রাজ ফিল্মস'-এর (Yash Raj Films) প্রধান আদিত্য চোপড়ার (Aditya Chopra) তত্ত্বাবধানে তৈরি হতে চলেছে 'টাইগার ভার্সেস পাঠান' (Tiger Vs Pathaan)। স্বভাবতই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে যে চিত্রনাট্যও ফাইনাল হয়ে গিয়েছে। দুই তারকার সায়েই নিশ্চিত হয়েছে চিত্রনাট্য। 

Continues below advertisement

চিত্রনাট্য ফাইনাল হল 'টাইগার ভার্সেস পাঠান'

একজন বলিউডের বাদশাহ, অন্যজন বলিউডের ভাইজান। দুই তারকা এবার একসঙ্গে এক ছবিতে। কাজ শুরু হবে 'টাইগার ভার্সেস পাঠান' ছবির। শোনা গিয়েছিল আদিত্য চোপড়া একসঙ্গে দুই তারকাকে চিত্রনাট্য শোনাবেন। যশ রাজ ফিল্মসের ব্যানারে দুই তারকাকেই শোনানো হয়েছে চিত্রনাট্য। সেই সঙ্গে খবর, চিত্রনাট্য লকও হয়ে গিয়েছে। দুই তারকাই সায় দিয়েছেন স্ক্রিপ্টে। 

Continues below advertisement

'টাইগার ভার্সেস পাঠান' টিমের স্ক্রিপ্ট তৈরি। নভেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি। শোনা যাচ্ছে আগামী বছরের মার্চ মাসে শুরু হবে শ্যুটিং। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, ''টাইগার ভার্সেস পাঠান' ছবির চিত্রনাট্য ফাইনাল করা হয়েছে বলিউডের দুই তারকা সায় দেওয়ার পর। এই ছবি বিশাল বড় মাইলফলক হতে চলেছে কারণ সুপারহিট 'কর্ণ অর্জুন' ছবির পর ফের বলিউডের দুই তারকাকে একসঙ্গে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে। তাঁদের প্রথমে স্ক্রিপ্ট শোনানোর কথা ছিল, এবং তাতে যে দুই তারকার অনস্ক্রিন পুনর্মিলন থেকে দর্শকের যে আশা জাগবে তা পূরণ করার ক্ষমতা আছে সেই ব্যাপারে সন্তুষ্ট করতে হত। আদিত্য চোপড়া প্রথমে শাহরুখ ও সলমনের সঙ্গে আলাদা করে মিটিং করেন ও তাঁদের ছবির গল্প শোনান। দুই তারকাই ছবির গল্প বেশ পছন্দ করেছেন। এবার ছবির শ্যুটিং শুরু হবে মার্চ মাসে।' 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'টাইগার ভার্সেস পাঠান' ছবিটি ভারতের প্রযোজিত সবচেয়ে বড় ছবি হতে চলেছে বলে দাবি নির্মাতাদের। 'ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স'-এরই অংশ হতে চলেছে এই ছবি। এই ইউনিভার্সেরই অংশ 'টাইগার' ফ্র্যাঞ্চাইজি, যাতে অভিনয় করেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ২০১২ সালে 'এক থা টাইগার', ২০১৭ সালে 'টাইগার জিন্দা হ্যায়' ও ২০১৯ সালে 'ওয়ার'-ও এই ফ্র্যাঞ্চাইজির অংশ। 'ওয়ার' ছবিতে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ ও হৃত্বিক রোশন। এরপর ২০২৩ সালে আসে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। হিন্দি সিনেমার জগতে বিশাল বড় হিট এই ছবি। এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসছে 'টাইগার ৩'। নভেম্বরে, দীপাবলির সময়ে এই ছবির মুক্তি পাওয়ার কথা। অভিনয়ে দেখা যাবে সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমিকে। এই ছবিতে ক্যামিও চরিত্রে হাজির হবেন 'পাঠান' শাহরুখ খান।