মুম্বই: জামিন পেয়ে গেলেন অভিনেত্রী পুনম পান্ডের স্বামী স্য়াম বম্বে। পুনম তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, শারীরিক নিগ্রহ, উপর্যুপরি ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন সোমবার রাতে। ফিল্ম প্রডিউসার স্যামকে তার ভিত্তিতে গতকাল গ্রেফতার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বিচারবিভাগীয় ম্য়াজিস্ট্রেট শানুর অডি ২০ হাজার টাকার জামিনদার হাজির করার শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন। একটি ছবির শ্যুটিংয়ের জন্য দক্ষিণ গোয়ার ক্যানাকোনা গ্রামে গিয়েছিলেন পুনম ও শ্যাম। বুধবার থেকে চারদিন ক্যানাকোনা থানায় হাজিরা দিতে, সাক্ষীদের প্রভাবিত করতেও নিষেধ করা হয়েছে শ্যামকে।
প্রায় দুবছর লিভ-ইন সম্পর্কের পর পুনম ও স্যাম বান্দ্রার বাড়িতে বিয়ে করেন। ছিলেন দুজনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা, পরিবারের লোকজন। বিতয়ের খবর ইনস্টাগ্রামে পোস্ট করে পুনম লেখেন, সাত জনম তোমার সঙ্গে থাকতে চাই। কিন্তু তারপরই ছন্দপতন!
ক্যানাকোনা থানার পুলিশ ইনস্পেক্টর তুকারাম চবন জানান, পুনম স্যাম বম্বের বিরুদ্ধে সোমবার গভীর রাতে অভিযোগ দায়ের করেন যে, তিনি তাঁর শ্লীলতাহানি করেছেন, মারাত্মক পরিণামের হুঁশিয়ারি দিয়েছেন। পুনমের বাধ্যতামূলক মেডিকেল টেস্ট করা হয় বলেও জানান তুকারাম।
পুনম সংবাদ সংস্থার কাছে এ নিয়ে মুখ খুলতে চাননি। বলেছেন, কথা বলার মতো মানসিক অবস্থা আমার নেই। তবে শীঘ্রই এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দেব।