নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর ভিডিও হোয়াটস্অ্যাপে পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের মির্জাপুরের এক যুবককে।


পুলিশ জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ওই যুবক একটি ভিডিও পোস্ট করেন এবং প্রধানমন্ত্রী সম্পর্কে ‘আপত্তিকর ও কুরুচিকর’ মন্তব্য করেন।


মির্জাপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সোনু খান। তাঁর বিরুদ্ধে রবিবার রাতে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত ১২ নাগাদ তাঁর নিজের বাড়ি থেকে সোনুকে পুলিশ গ্রেফতার করেছে।


যে মোবাইল ফোনটি ব্যবহার করে সোনু হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটি পোস্ট করেছিলেন, সেই ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


পুলিশ সূত্রের খবর, দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর জন্য প্রচার, মানহানি, আমজনতাকে বিভ্রান্ত করতে প্রচার-সহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে সোনুর বিরুদ্ধে। এ ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনেও মামলা করা হয়েছে ধৃতের বিরুদ্ধে।