পুরসভা ঠিক করেছে, ক’দিনের মধ্যেই ওই নির্মাণ ভেঙে দেবে তারা। বাড়িতে বেআইনি নির্মাণ, পুরসভার নোটিশ পেলেন এই অভিনেতা!
ABP Ananda, Web Desk | 29 Dec 2016 01:11 PM (IST)
মুম্বই: বেশ বিপাকে পড়েছেন অর্জুন কপূর। ‘মুবারকান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত এই অভিনেতাকে বৃহন্মুম্বই পুরসভা বেআইনি নির্মাণের নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, তাঁর জুহুর নিবাসে বেআইনি নির্মাণ করেছেন অর্জুন। তিনি যেখানে থাকেন, সেই রাহেজা অর্কিডের সাততলার ছাদে একটি জিমন্যাসিয়াম বানিয়েছেন তিনি। ছাদের ওপর ৩০ বাই ১৬ বর্গফুটের একটি ইটের ঘর তোলা হয়েছে পুরসভার অনুমতির তোয়াক্কা না করে। নোটিশে বলা হয়েছে, অর্জুন ও তাঁর ম্যানেজারকে বারবার ফোন ও এসএমএস করা সত্ত্বেও তাঁরা তার কোনওরকম জবাব দেননি। তাই এই নোটিশ পাঠানোর সিদ্ধান্ত।