Loksabha Election 2024: গত সপ্তাহে শনিবার YSRCP দলের বিধায়ক শিল্পা রবি রেড্ডির নান্দিয়ালের বাড়িতে গিয়েছিলেন তেলুগু অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। নির্বাচনের চতুর্থ দফা শুরুর আগে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি। আর তাতেই দেশের অন্যতম বড় তারকার আগমনের খবর পেয়ে সারা এলাকা জনাকীর্ণ হয়ে পড়ে। ভোটের আগে জমায়েতের অনুমতি না থাকায় থানায় অভিনযোগ জমা পড়ে আল্লু অর্জুন এবং শিল্পা রেড্ডির বিরুদ্ধে। আজ সোমবার নির্বিঘ্নে ভোটপর্ব (Loksabha Election 2024) সেরে বাইরে এসে অভিনেতা আল্লু অর্জুন নিজের সপক্ষে কিছু কথা বলেন সংবাদমাধ্যমে। স্পষ্টই জানান যে তিনি কোনওভাবেই নির্বাচনের সঙ্গে জড়িত নন, তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে আছেন।


শনিবার এই জমায়েতের পর রবিবারই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে। আর তারপর সমবার হায়দরাবাদে সাধারণ মানুষের সঙ্গেই এক লাইনে নিজের ভোট (Loksabha Election 2024) দিলেন আল্লু অর্জুন (Allu Arjun)। বুথের বাইরে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে, আজ আর তাঁকে দেখার জন্য উপচে পড়েনি ভিড়। গত শনিবার তাঁকে দেখতে জনতার ঢল নেমেছিল রাস্তায়। শিল্পা রেড্ডির বাড়ির বারান্দায় বেরিয়ে তাঁকে নিয়েই অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন আল্লু অর্জুন। তাঁকে দেখতে পেতেই এক ঘণ্টারও বেশি সময় ধরে দর্শক অনুরাগীরা 'পুষ্পা' 'পুষ্পা' বলে চিৎকার করতে থাকেন। ভোটের আগে আদর্শ আচরণবিধি অনুযায়ী কোনও জমায়েত নিয়মবিরুদ্ধ। তাই সেই কারণে স্থানীয় থানায় নান্দিওয়ালের কিছু মানুষ আল্লু অর্জুন ও শিল্পা রেড্ডির বিরুদ্ধে FIR দায়ের করেন।


এদিন সোমবার ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে তিনি (Allu Arjun) বলেন, 'আমি সকলকে বলতে চাই, আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি সব দলের প্রতিই নিরপেক্ষ।' এছাড়াও তিনি সকল নাগরিকদের উদ্দেশ্যে বলেন, 'আমি জানি, বেশ গরম পড়েছে। কিন্তু আপনাদের ভোট দেওয়ার এই সামান্য প্রচেষ্টা আমাদের জীবনের পরবর্তী পাঁচ বছরের ভবিষ্যৎ ঠিক করবে। দয়া করে দায়িত্ব নিয়ে ভোট দিন সকলে।'


এর আগে ২০১৯ সালে নান্দিওয়ালের এই বিধায়কের হয়ে প্রচারে দাঁড়িয়েছিলেন আল্লু অর্জুন নিজে। আর এবারেও কি তবে সেই যোগ দেখলেন নাগরিকরা ? আল্লুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তিনি নির্বাচনের আগে ঐ এলাকায় অন্ধ্রপ্রদেশের পুলিশের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করেছেন।


আরও পড়ুন: Top Entertainment News Today: 'মাদার্স ডে'-র গল্পে ডোনা, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অভিজিৎ! আজকের বিনোদনের সারাদিন