মুম্বই: ‘মহাভারত’ খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর প্রয়াত। ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। বহু বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মাঝে অস্ত্রোপচারও হয়। তার পরও ফিরে আসে ক্যান্সার, যে ধাক্কা আর সামলে উঠতে পারেননি। শেষ পর্যন্ত বুধবার মারা গেলেন। (Pankaj Dheer Dies)

Continues below advertisement

পঙ্কজের পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু না জানানো হলেও, তাঁর আত্মীয়দের কয়েক জন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু বছর ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন পঙ্কজ। অস্ত্রোপচারও করিয়েছিলেন তিনি। কিন্তু ক্যান্সার ফিরে আসে তাঁর। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা। (Bollywood News)

বিআর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিয়াল 'মহাভারত'-এ কর্ণের চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ। ওই একটি চরিত্রই ঘরে ঘরে পরিচিত করে তোলে তাঁকে। এর পরও বলিউডের বহু ছবিতে দেখা গিয়েছে পঙ্কজকে। হিন্দি সিরিয়ালও করেছেন চুটিয়ে। তবে 'মহাভারত' অভিনেতা হিসেবেই তাঁকে চিনতেন সকলে।

Continues below advertisement

'মহাভারত' সিরিয়ালে কর্ণের চরিত্রে পঙ্কজের অভিনয় এতটাই পছন্দ হয়েছিল সকলের যে, স্কুলের পাঠ্যবইয়ে পর্যন্ত কর্ণ হিসেবে তাঁর ছবিই জায়গা করে নেয়।  শুধু তাই নয়, হরিয়ানার কার্নাল, ছত্তীসগঢ়ের বাস্তারের কিছু এলাকায় কর্ণ পূজিত হন। সেখানে পঙ্কজের আদলেই কর্ণের মূর্তি গড়া হতো, যার চরণে ফুল নিবেদন করতেন সাধারণ মানুষ। অর্থাৎ কর্ণ-রূপে পূজিত হতেন পঙ্কজই। টিভি সিরিয়ালের কোনও অভিনেতা এত সম্মান পেয়েছেন বলে স্মরণাতীত।

তবে টেলিভিশন পরিচিতি দিলেও, পঙ্কজের অভিনয় জীবন শুরু হয় ছবির হাত ধরে। ১৯৮১ সালে 'পুনম' ছবির মাধ্যমে জেবিউ করেন তিনি। 'মেরা সুহাগ', 'জীবন এক সংঘর্ষ'-এর মতো বেশ কিছু ছবিতে পর পর অভিনয় করলেও, সফল হয়নি সেগুলি। কিন্তু বিআর চোপড়ার 'মহাভারত' পঙ্কজের জীবন পাল্টে দেয়। কর্ণের চরিত্রে তাঁর অভিনয়, দেহভঙ্গি সকলের মনে ধরে।

এর পর, আর পিছন ফিরে তাকাতে হয়নি পঙ্কজকে। 'সনম' বেওয়াফা ,'সড়ক', 'সোলজার', 'বাদশা', 'আন্দাজ'-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ পান যেমন, তেমনই টেলিভিশনে 'চন্দ্রকান্ত', 'সসুরাল সিমরকা', 'দেবোঁ কে দেব...মহাদেব'-এর মতো সিরিয়ালে চুটিয়ে অভিনয় করেন। 

২০০৬ সালে Visage Studioz-এর প্রতিষ্ঠা করেন পঙ্কজ, যা মুম্বইয়ের অন্যতম ব্যস্ত শ্যুটিং স্টুডিও। ২০১০ সালে ‘অভিনয় অ্যাক্টিং অ্যাকাডেমি’র সূচনাও করেন। পঙ্কজের ছেলে নিকেতন ধীরও অভিনেতা, যিনি ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘শেরশাহ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। নিকেতনের স্ত্রী ক্রতিকা সেঙ্গারও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।