নয়াদিল্লি: সম্প্রতি হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপন (Papon)। শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital) ভর্তি হন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করলেন শিল্পী নিজেই। ছবিতে দেখা গেল বাবার পাশে বসে রয়েছে ১৩ বছরের ছেলে। 


হাসপাতালে ভর্তি পাপন, সোশ্যাল মিডিয়ায় দিলেন 'হেলথ আপডেট'


এদিন একটি পোস্ট করেন পাপন। তিনি ক্যাপশনে উল্লেখ করেন যে এমন ধরনের পোস্ট করতে এমনিতে তিনি পছন্দ করেন না। কিন্তু এবারে পোস্ট করলেন, তার একমাত্র কারণ তাঁর ১৩ বছর বয়সী ছেলে, যে বাবার জন্য 'নাইট অ্যাটেনড্যান্ট' (night attendant) হয়ে জেগেছিলেন হাসপাতালে। 


পাপন লেখেন, 'আমরা সকলেই এই ছোট ছোট লড়াইগুলো একাই সামলাই। আমি ব্যক্তিগতভাবে এসব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা পছন্দ করি না। এই প্রথমবার, আমার ছেলে, যার বয়স ১৩, হাসপাতালে আমার রাতের অ্যাটেনড্যান্ট হয়ে উপস্থিত ছিল।'


তিনি আরও লেখেন, 'এটি একটি আবেগঘন মুহূর্ত এবং আমি এটি আমার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করতে চেয়েছিলাম। আমার মনে আছে সেই সব সময় যখন আমি আমার বাবা-মায়ের জন্য এমন করতাম। তাঁরা তাঁদের নাতি পুহোর ইতিমধ্যেই নিজের সেই জায়গা নেওয়ার সাক্ষী হতে পারলে খুব ভাল লাগত। আমি খুব সৌভাগ্যবান ও আপনাদের শুভাকাঙ্ক্ষা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমি এখন অনেকটা ভাল আছি।'


 






তাঁর এই পোস্টে কমেন্ট করেন গায়ক শান। তিনি লেখেন, 'খুব মিষ্টিভাবেই আইরনিক। তোমার ভালও লাগছে, আবার তুমি ভাল নও। খুবই বুঝতে পারছি... তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।' রিচা শর্মা লেখেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো পাপন, অনেক ভালবাসা।'                               


আরও পড়ুন: Bollywood Update: এবার বড়পর্দায় একসঙ্গে অজয়-মাধবন, আসছে 'সুপারন্যাচরাল থ্রিলার' ঘরানার ছবি


নিজের পরিবার ও ছেলের সঙ্গে নিবিড় সম্পর্ক পাপনের। সম্প্রতি ২০২২ সালের বিশ্বকাপের সময় ছেলেকে নিয়ে তিনি পাড়ি দেন দোহায়। ছেলে ১৩তম জন্মদিনের উপহার ছিল সেটি।