নয়াদিল্লি: এবার একসঙ্গে এক পর্দায় দেখা যাবে 'সিঙ্ঘম' (Singham) অজয় দেবগণ (Ajay Devgn) ও 'থ্রি ইডিয়টস' (3 Idiots) অভিনেতা আর. মাধবনকে (R Madhavan)। আগামী সুপারন্যাচরাল থ্রিলার (supernatural thriller) ঘরানার ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবির নাম এখনও স্থির হয়নি। পরিচালনায় বিকাশ বহেল (Vikas Bahl)।
বড়পর্দায় একসঙ্গে অজয়-মাধবন
সুপারন্যাচরাল থ্রিলার ঘরানার ছবিতে এবার একসঙ্গে কাজ করবেন অজয় দেবগণ ও আর. মাধবন। ছবির পরিচালনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ক্যুইন' পরিচালক বিকাশ বহেল। এই প্রথম একসঙ্গে কাজ করবেন এই দুই তারকা।
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarash) এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির আনুষ্ঠানিক ঘোষণা করে লেখেন, 'আর মাধবন যোগ দিলেন অজয় দেবগণের সঙ্গে সুপারন্যাচরাল থ্রিলারের জন্য... আর মাধবন এই প্রথম অজয় দেবগণের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন প্যানোরামা স্টুডিওজের সুপারন্যাচরাল থ্রিলারে, যার পরিচালক বিকাশ বহেল... ছবিটির - এখনও নাম স্থির হয়নি - ২০২৩ সালের জুন মাসে শ্যুটিং শুরু হবে এবং মুম্বই, মুসৌরি ও লন্ডনের বিস্তীর্ণ এলাকাজুড়ে শ্যুট হবে। অজয় দেবগণ, কুমার মঙ্গত পাঠক ও অভিষেক পাঠক প্রযোজিত এই ছবি।'
ছবিটি আপাতত প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। আগামী মাসে শুরু হবে ছবির শ্যুটিং। এছাড়া অপর এক আপডেট অনুযায়ী, দৃশ্যম ২-এর সাফল্যের পর প্যানোরামা স্টুডিওজের সঙ্গে ফের হাত মিলিয়ে এই ছবি তৈরি করছেন সলমন খান। অজয় ছাড়া ছবির বাকি দুই প্রযোজক 'দৃশ্যম ২'-এর প্রযোজক ছিলেন।
আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি
প্রসঙ্গত, অজয় দেবগণের শেষ ছবি 'ভোলা' বিশ্বজুড়ে প্রায় ১১২ কোটি টাকার ব্যবসা করেছে। অজয় দেবগণের নিজের পরিচালনায় তৈরি এই ছবি 'হিট' ঘোষিত হয়। 'দৃশ্যম ২'-এর পর এই ছবিতে ফের একসঙ্গে কাজ করেন অজয় ও তব্বু। তাঁদের 'দৃশ্যম ২' ব্লকবাস্টার হিট হয়। এই ছবি বিশ্বজুড়ে ৩৪৫ কোটি টাকার ব্যবসা করে।
অন্যদিকে আর. মাধবনকে শেষ দেখা যায় 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ছবিতে, যেখানে তাঁকে ইসরো বিজ্ঞানী নাম্বি নারায়ণের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।