মুম্বই: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান স্তন ক্যানসারের সঙ্গে এখনও সমানতালে লড়ে চলেছেন। তাঁর জীবনীশক্তি, তাঁর এই লড়াই অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। আর এই ক্যানসারের সঙ্গে যুদ্ধের মাঝেই আবার কাজে ফিরছেন হিনা খান (Hina Khan), ছোটপর্দায় আবারও একটি ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। যুদ্ধ চলবেই মারণ রোগের সঙ্গে, কিন্তু তা নিয়ে থেমে থাকলে তো চলে না। তাই জীবনের পথে, কাজের দুনিয়ায় আবারও পা রাখেন হিনা। মারণরোগকে তুচ্ছ করে আরও একটি টেলি-ধারাবাহিকে কাজ শুরু করতে চলেছেন তিনি।
'গৃহলক্ষ্মী' নামের এই ধারাবাহিকে হিনা খানের (Hina Khan) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে চাঙ্কি পাণ্ডে, রাহুল দেব এবং দিব্যেন্দু ভট্টাচার্যকে। ধৈর্য, বেঁচে ফেরা এবং ব্যক্তির রূপান্তরের এক কাহিনি বলে এই 'গৃহলক্ষ্মী'। 'এপিক অন' চ্যানেলে দেখানো হবে এই ধারাবাহিক। জুলাই মাসেই হিনা খান স্তন ক্যানসার ধরা পড়ার পরে চিকিৎসা চলাকালীনই প্রথম কাজের কথা ঘোষণা করেছিলেন। 'ইয়ে রিশতা ক্যায় ক্যহলাতা হ্যায়' খ্যাত অভিনেত্রী হিনা খান একটি আবেগঘন পোস্টে লেখেন, 'আমার ক্যানসার ধরা পড়ার পরে আমার প্রথম কাজ। জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জের সামনে এই কাজ করাও একটা আলাদা চ্যালেঞ্জ। কিন্তু আপনার খারাপ দিনে আপনাকে নিজেকেও একটু বিরতি নিতে হবে। আপনার এটা অত্যন্ত জরুরি। ভাল দিনে জীবনে বাঁচতে ভুলে যাবেন না, যত কমই হোক না কেন সেই মুহূর্তগুলি। এই দিনগুলি এখনও গুরুত্বপূর্ণ আমার কাছে। পরিবর্তনটা মেনে নিন, পার্থক্যটাকে গুরুত্ব দিন, একে অত্যন্ত সাধারণ করে নিন'।
২৮ জুন হিনা খান (Hina Khan) জানান যে তাঁর স্তন ক্যানসারের স্টেজ থ্রি ধরা পড়েছে। ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, 'নমস্কার সকলকে, সাম্প্রতিক গুজব নিয়ে কথা বলার আছে। আমার অনুরাগীদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা জানানোর আছে, যারা আমাকে ভালবাসেন, আমার যত্ন করেন। আমার স্টেজ থ্রি স্তন ক্যানসার ধরা পড়েছে। আমার চিকিৎসা চলছে, আমার অবস্থা ধীরে ধীরে ভাল হচ্ছে। আমি নিশ্চিত এবং আত্মবিশ্বাসী যে এই রোগ থেকে আমি সেরে উঠবই।...'
'ইয়ে রিশতা ক্যায় ক্যহলাতা হ্যায়' থেকেই বিপুল জনপ্রিয়তা লাভ করেন হিনা খান। এছাড়া 'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকে কমলিকার মত একটি নেতিবাচক চরিত্রেও তাঁকে দেখা গিয়েছিল আর সেটিও তাঁর খ্যাতির অন্যতম কারণ। ঋতম শ্রীবাস্তবের পরিচালনায় কমেডি-ড্রামা 'নামাকোল' এবং 'শিন্ডা শিন্ডা নো পাপা'-তেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: Christmas 2024: বড়দিনে একফ্রেমে কৃতি শ্যানন ও মহেন্দ্র সিংহ ধোনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি