কলকাতা: এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারে একবার অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik) নিজেই জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চান। তাঁর কাছে তাই স্বপ্নপূরণের সুযোগ করে দিয়েছে নতুন ছবি 'পরিচয় গুপ্ত' (Porichoy Gupta)। ছবির শ্যুটিং হয়েছে বর্ধমান ও কলকাতায়।


পরিচালক রণ রাজের সঙ্গে প্রথমবার কাজ করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), দর্শনা বণিক (Darshana Banik)। এই ছবিতে ঋত্বিকের ভূমিকায় একজন অন্ধ জমিদারের। তবে চরিত্র নিয়ে তিনি খুব বেশি কিছু বলতে চাইলেন না। ঋত্বিকের কথায়, 'গল্পের নামের মধ্যেই গুপ্ত কথাটি রয়েছে, অর্থাৎ আমার চরিত্রের মধ্যেও অনেক পরত আর রহস্য রয়েছে।'


আরও পড়ুন: Rajkummar Rao Updates: বিয়েতে কেন পত্রলেখা তাঁকে সিঁদুর পরিয়েছিলেন? এতদিনে রহস্য ফাঁস রাজকুমার রাওয়ের


এই ছবিতে ঋত্বিকের সঙ্গে বন্ধুত্ব হবে ইন্দ্রনীলের। তাঁর চরিত্রের নাম উপাসক। ইন্দ্রনীল বলছেন, 'আমার চরিত্রের নাম উপাসক, চরিত্রটি একজন প্রত্নতাত্তিকের। আমার সঙ্গে দেখা হয়, আর তারপরে বন্ধুত্ব হয় ঋত্বিকের। ও আমায় নিজের বাড়ি নিয়ে আসে। তারপরের গল্প দেখা যাবে পর্দায়। 


এই ছবিতে অভিনয় করছেন দর্শনাও। তাঁর চরিত্রের নাম স্নেহলতা। দর্শনা বলছেন, 'স্নেহলতার মতো চরিত্রে আমি আগে অভিনয় করিনি। এই চরিত্রটা ভীষণ দাম্ভিক আর ওর মধ্যে স্নেহের চিহ্নমাত্র নেই।' সেই সঙ্গেই দর্শনা যোগ করলেন, ঋত্বিকদা আমার ভীষণ প্রিয় অভিনেতা। এই ছবিতে প্রথম ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেলাম।'


এই গল্প এক অন্ধ জমিদার, এক প্রত্নতত্ত্ববিদ আর স্নেহলতার। ছবির পরিচালক রণ রাজ ও লেখিকা অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ছবিতে দেখা যাবে ১৯৫০ শতকের প্রেক্ষাপটে এক অন্ধ জমিদার ও তাঁর বন্ধু স্থানীয় প্রত্নতত্ত্ববিদের গল্প। এক বিদুষী,  ব্রাহ্মসমাজের অনুপ্রেরিত সাহসী চরিত্রে 'বৌঠান'-এর প্রেমে পড়ে খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ। কিন্তু কেবল প্রেম নয়, এই গল্পের ভাঁজে ভাঁজে রয়েছে রহস্যের মোড়ক।