মুম্বই: পর্নকাণ্ডে বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বি-টাউনের একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে। যাঁদের মধ্যে অন্যতম প্রধান নাম শার্লিন চোপড়া।


পর্নোগ্রাফি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কিছুদিন আগেই শার্লিন চোপড়াকে ডেকে পাঠায় মুম্বই পুলিশ। এবার তিনি নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করলেন একটি পুরনো ছবি। ফ্রেমে শার্লিনের সঙ্গে রয়েছেন স্বয়ং রাজ কুন্দ্রা। থ্রোব্যাক ছবিটিতে দেখা যাচ্ছে তাঁর অ্যাপের জন্য প্রথম দিনের শ্যুটিংয়েই রাজের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছিলেন শার্লিন।


অভিনেত্রীর পরনে সাদা-কালো প্রিন্টেড ব্রালেট ও কালো শর্টস, সঙ্গে পায়ে ম্যাচ করে স্নিকার। ছবিতে রাজ কুন্দ্রার সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে তাঁকে। ক্যাপশনে শার্লিন লিখেছেন, যে এই ছবিটি ২০১৯ সালের ২৯ মার্চ তোলা হয়েছিল। সেদিন 'দ্য শার্লিন চোপড়া' অ্যাপের প্রথম কন্টেন্ট শ্যুট হওয়ার কথা ছিল। তিনি আরও জানিয়েছেন, যেহেতু এটি কোনও অ্যাপের সঙ্গে তাঁর প্রথম কাজ ছিল তাই তিনি খুবই উৎসাহিত ছিলেন। তাঁর কথায়, 'অনেক আশা ও উদ্দীপনার পরিবেশ ছিল।'



উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বই ক্রাইম শাখার প্রপার্টি সেল জিজ্ঞাসাবাদের জন্য শার্লিন চোপড়াকে ডেকে পাঠায়। তাঁর অভিযোগ অ্যাপের জন্য ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও চেয়েছিলেন রাজ কুন্দ্রা। তাঁর দাবি, প্রথমে অ্যাপের কনসেপ্ট গ্ল্যামার থাকলেও ধীরে ধীরে তা সেমি-ন্যুড ও ন্যুড সিনেমায় পরিণত হয়।


পর্নোগ্রাফি কাণ্ডে গত ১৯ জুলাই রাজ কুন্দ্রা সহ ১১ জনকে গ্রেফতার করা হয়। পর্ন চক্রের মূল পাণ্ডা হিসেবে অভিযুক্ত ব্যবসায়ী খুব সহজে যে এই কেস থেকে রেহাই পাচ্ছেন না তা বলাই বাহুল্য, কারণ রাজ কুন্দ্রার জেল হেফাজতের মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার আদালত তাঁর জামিন আবেদনের শুনানি ২০ অগাস্ট পর্যন্ত পিছিয়ে দিয়েছে। আর এই সিদ্ধান্তের পিছনে আদালত একাধিক কারণ দিয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।